Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমরাহ যাত্রীদের জন্য সৌদিয়া এয়ারলাইন্সের ৫০% ছাড়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০৯:৩৫

ওমরাহ যাত্রীদের জন্য সৌদিয়া এয়ারলাইন্সের ৫০% ছাড়

সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সৌদিয়া ওমরাহ যাত্রীদের জন্য আন্তর্জাতিক রুটে বিশেষ ছাড় ঘোষণা করেছে। এই অফারের আওতায় বিজনেস ও গেস্ট ক্লাস; উভয় শ্রেণির টিকিটে সর্বোচ্চ ৫০% পর্যন্ত মূল্যহ্রাস দেওয়া হবে।

এই ছাড় প্রযোজ্য হবে ১৭ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে বুকিং করা টিকিটের ক্ষেত্রে এবং যাত্রার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১ সেপ্টেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। যাত্রীরা সৌদিয়ার অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ অথবা বিক্রয় অফিসের মাধ্যমে বুকিং করতে পারবেন।

বিশেষভাবে উল্লেখ্য, যারা ট্রানজিট ফ্লাইটে সৌদি আরব হয়ে অন্য দেশে যাচ্ছেন, তারাও এই অফারের সুবিধা নিতে পারবেন। ট্রানজিট যাত্রীদের জন্য সৌদি সরকারের ডিজিটাল স্টপওভার ভিসা সুবিধা রয়েছে, যা টিকিটের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে। এই ভিসার মাধ্যমে যাত্রীরা সৌদি আরবে সর্বোচ্চ ৯৬ ঘণ্টা অবস্থান করতে পারবেন এবং এই সময়ের মধ্যে ওমরাহ পালন ও দেশটি ঘুরে দেখার সুযোগ পাবেন।

সৌদিয়া বর্তমানে চারটি মহাদেশে ১০০টিরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। তাদের বহরে রয়েছে ১৪৯টি আধুনিক বিমান, যা ক্রমাগত সম্প্রসারণের অংশ হিসেবে যুক্ত হয়েছে।

এই উদ্যোগ সৌদি সরকারের ভিশন ২০৩০-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে ধর্মীয় পর্যটনকে উৎসাহিত করার পাশাপাশি আন্তর্জাতিক পর্যটকদের জন্য সৌদি আরবকে আরো আকর্ষণীয় গন্তব্যে পরিণত করার পরিকল্পনা রয়েছে।

তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

Logo