জেনে নিন বাহরাইনে নতুন ট্রাফিক আইনের বিস্তারিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০৯:৩২

বাহরাইন সরকার ট্রাফিক আইন আরো কঠোর করে তুলেছে। নতুন রাজকীয় ডিক্রির মাধ্যমে গুরুতর ট্রাফিক অপরাধের জন্য সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড এবং ১০ হাজার বাহরাইনি দিনার পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং বেপরোয়া চালকদের নিয়ন্ত্রণে আনা।
এই আইন সংশোধনের উদ্যোগ নিয়েছেন বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফা। নতুন আইন অনুযায়ী, লাল বাতি অমান্য, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, মাদক বা মদ্যপ অবস্থায় ড্রাইভিং, বিপজ্জনক চালনা এবং দুর্ঘটনায় প্রাণহানির মতো অপরাধগুলোকে ‘গুরুতর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মূল পরিবর্তনগুলো:
- সাধারণ ট্রাফিক অপরাধে ৫০-১০০ দিনার জরিমানা
- গুরুতর অপরাধে ২০০-১,০০০ দিনার জরিমানা ও ৬ মাস পর্যন্ত জেল
- লাল বাতি অমান্য করলে ৬ মাস পর্যন্ত জেল, দুর্ঘটনা ঘটলে ১ বছর পর্যন্ত
- অতিরিক্ত গতিতে চালালে ১ হাজার দিনার জরিমানা, দুর্ঘটনা ঘটলে ৩ হাজার দিরহাম পর্যন্ত
- মাদক বা মদ্যপ অবস্থায় ড্রাইভিং করলে ১ বছর পর্যন্ত জেল, দুর্ঘটনায় জড়ালে ২ বছর পর্যন্ত
- প্রাণহানির ক্ষেত্রে সর্বোচ্চ ১০ বছর জেল ও ১০ হাজার দিনার জরিমানা
- গুরুতর অপরাধে আদালত গাড়ি জব্দ করতে পারবে
নতুন আইনে আরো বলা হয়েছে, পুনরাবৃত্ত অপরাধীদের জন্য শাস্তি দ্বিগুণ হবে। পাবলিক প্রসিকিউশন এখন ২ হাজার দিনার পর্যন্ত জরিমানা দিতে পারবে এবং নিরাপত্তা কর্মকর্তাদের বড় অপরাধে গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হয়েছে।
এই আইন বাহরাইনের সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনার একটি বড় পদক্ষেপ। কর্তৃপক্ষের মতে, কঠোর শাস্তির মাধ্যমে চালকদের মধ্যে সচেতনতা বাড়বে এবং দুর্ঘটনার হার কমবে। বিশেষজ্ঞরা বলছেন, এই আইন শুধু শাস্তি নয়, বরং জনসচেতনতা ও নিরাপত্তার বার্তা বহন করে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া