মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২২ আগস্ট ২০২৫
সৌদিতে বিদেশি ওমরাহ হাজির সংখ্যা বাড়ছে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ২২:২৭

সৌদি আরব
সৌদিতে বিদেশি ওমরাহ হাজির সংখ্যা বাড়ছে
২০২৫ সালের প্রথম প্রান্তিকে ১ কোটি ৫০ লাখেরও বেশি হজযাত্রী ওমরাহ পালন করেছেন। সৌদির পরিসংখ্যান ব্যুরোর বরাতে এই খবর দিয়েছে সৌদি গেজেট। এর মধ্যে ৬৫ লাখের বেশি ছিলেন বিদেশি, যা ২০২৪ সালের প্রথম প্রান্তিকের তুলনায় ১০.৭ শতাংশ বেশি। বিদেশি তীর্থযাত্রীদের মধ্যে ৮২.২ শতাংশ বিমানে এসেছেন। হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এ বছরের ১১ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত দুই সপ্তাহের মধ্যে বিশ্বের ১০৯টি দেশ থেকে ১.২ মিলিয়নেরও বেশি হজযাত্রী ওমরাহ পালনের জন্য সৌদি আরবে প্রবেশ করেছিলেন। বুধবার হজ ও ওমরাহ মন্ত্রণালয় কর্তৃক নুসুক ওমরাহ পরিষেবা চালু করা বিদেশি হজযাত্রীদের আগমনকে আরো বাড়িয়ে তুলছে। এই পরিষেবা বিদেশি হজযাত্রীদের সরাসরি ওমরাহ ভিসার জন্য আবেদন করতে এবং মধ্যস্থতাকারী ছাড়াই অনলাইনে পরিষেবা বুক করতে সক্ষম করবে।
আরব আমিরাত
সৌদির অনলাইন ভিসা সেবাকে স্বাগত জানিয়েছেন আমিরাতের বাসিন্দারা
সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা নতুন সৌদি অনলাইন ভিসা এবং বুকিং পরিষেবাকে স্বাগত জানিয়েছেন। সৌদি আরবের নতুন চালু হওয়া নুসুক ওমরাহ প্ল্যাটফর্মের জন্য বিশ্বজুড়ে মুসলমানদের জন্য ওমরাহ পালন অনেক সহজ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। খালিজ টাইমস এ নিয়ে নিবন্ধ ছেপেছে। সংযুক্ত আরব আমিরাতের অনেক বাসিন্দা বলেছেন, এই পরিষেবা, যা তাদের ভিসা এবং অন্যান্য ভ্রমণ পথের জন্য আবেদন করার সুযোগ করে দেয়, মধ্যস্থতাকারীদের সমস্যা কমাবে, খরচ সাশ্রয় করবে এবং ওমরাহর যাত্রা আগের চেয়ে আরো সহজ করে তুলবে। অনেক বাসিন্দার জন্য এই পরিষেবাটি একটি বড় স্বস্তি হিসেবে এসেছে। এখন পর্যন্ত ভ্রমণকারীরা প্রায়ই ট্রাভেল এজেন্ট বা এককালীন ভিজিট ভিসার উপর নির্ভর করতেন। অন্যরা পর্যটন ভিসায় ওমরাহ পালন করতেন, যা বছরে একাধিক ভ্রমণের অনুমতি দেয় কিন্তু এই বছর হজ মৌসুমের পর আপাতত এটি বন্ধ করে দেওয়া হয়েছে।