জর্ডানে চাকরির খবর
২৫ আগস্ট সরাসরি সাক্ষাৎকার বোয়েসেলে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ২২:৩২

সরকারিভাবে জর্ডানে দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বোয়েসেল। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জর্ডানের ইউনাইটেড ক্রিয়েশন গার্মেন্টসের দরকার ১৯ জন কর্মী। গার্মেন্টসটিতে প্রোডাকশন সুপারভাইজার দরকার ৫ জন, যাদের মাসে বেতন হবে ৩৮০ জর্ডানি দিনার বা কমপক্ষে ৬৫ হাজার টাকা। কোয়ালিটি সুপারভাইজার লাগবে ৬ জন ও স্টোর সুপারভাইজার ৫ জন, সবার বেতন ৩৫০ জর্ডানি দিনার বা কমপক্ষে ৫৯ হাজার টাকা। অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্সেস পদে দরকার ৩ জন, যাদের বেতন ধরা হয়েছে ৮৫০ জর্ডানি দিনার, যা কমপক্ষে ১ লাখ ৪৫ হাজার টাকা।
কর্মীদের বয়স হতে হবে ২০-৩৫ এর মধ্যে। চাকরির চুক্তি হবে ৩ বছরের জন্য, যা পরে আবার রিনিউ করা যাবে। কাজের ভিডিও পাঠাতে আবেদনের লিংকে।
সিলেক্ট হলে কোম্পানি থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসার খরচ দেবে। কাজে যোগদানের সময় ও ফেরত আসার সময় বিমান ভাড়া কোম্পানি দেবে।
তবে দেশে বা জর্ডানে কোনো মামলা থাকলে তারা যেতে পারবে না।
২৫ আগস্ট সকাল ১০টায় আগ্রহীদের সরাসরি ইন্টারভিউর জন্য বোয়েসেল (৭ম ফ্লোর), প্রবাসী কল্যাণ ভবন, ৭১-৭২, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা এই ঠিকানায় যেতে বলা হয়েছে।
ইন্টারভিউর সময় চার কপি ছবি, পাসপোর্ট ও ফটোকপি, ভোটার আইডি ও তার ফটোকপি, বর্তমান কর্মক্ষেত্রের পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নিয়ে যেতে হবে। অনলাইনেও আবেদন করা যাবে। নিচে দেওয়া হয়েছে আবেদনের লিংক।