Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২১ আগস্ট ২০২৫

বাহরাইনে নতুন ট্রাফিক জরিমানা কার্যকর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ২১:১২

বাহরাইনে নতুন ট্রাফিক জরিমানা কার্যকর

বাহরাইন

বাহরাইনে নতুন ট্রাফিক জরিমানা কার্যকর 

বাহরাইনে শুক্রবার থেকে নতুন ট্রাফিক জরিমানা কার্যকর হবে, যার লক্ষ্য সড়ক নিরাপত্তা বৃদ্ধি ও দুর্ঘটনা হ্রাস। আইন লঙ্ঘনের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। যেমন- গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহারে ২০ দিন জেল ও ২০ দিন লাইসেন্স স্থগিত। একইভাবে, লেন পরিবর্তনের সময় সংকেত না দিলে ২০ দিন জেল ও লাইসেন্স স্থগিত হবে। নতুন নিয়ম অনুযায়ী, ট্রাফিক অপরাধে জরিমানা ছাড়াও জেল ও লাইসেন্স স্থগিতের শাস্তি দেওয়া হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব পদক্ষেপ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া হয়েছে।

সৌদি আরব

বিদেশি শ্রমিকদের জন্য সৌদি আরব চালু করবে পেনশন ও সঞ্চয় প্রকল্প 

সৌদি আরব বিদেশি শ্রমিকদের জন্য চালু করতে যাচ্ছে একটি নতুন স্বেচ্ছাসেবী পেনশন এবং সঞ্চয় কর্মসূচি। এই কর্মসূচিতে সৌদি এবং বিদেশি উভয় কর্মীরা যুক্ত হতে পারবেন। সৌদি গেজেট এই খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, সৌদি আরব থেকে বৈদেশিক রেমিট্যান্স গত বছর ১৪ শতাংশ বেড়ে হয়েছে ১৪৪.২ বিলিয়ন রিয়াল। কারণ বেশি শ্রমিক যাচ্ছে সৌদিতে। তারা কাজ করে তাদের দেশে বেশি রেমিট্যান্স পাঠাচ্ছে। নতুন এই পেনশন ও সঞ্চয় প্রকল্পের আওতায় পারিবারিক সঞ্চয় বাড়াতে ও রেমিট্যান্স কিছু নিজ দেশে ধরেও রাখতে চাইছে সৌদি।

কুয়েত

শ্রমিকদের নিরাপত্তায় কুয়েত নিচ্ছে নানা পদক্ষেপ 

কুয়েত মিউনিসিপ্যালিটি গ্রীষ্মের এই সময়ে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। বিশেষ করে নির্মাণ ও শিল্প খাতে। কুয়েত টাইমস এই খবর দিয়েছে। গরমের এই সময়ে দুর্ঘটনা যাতে না ঘটে, অগ্নি নিরাপত্তার সাথে শ্রমিকদের পর্যাপ্ত বিশ্রাম দিতে মালিকদের ব্যবস্থা নিতে বলেছে। খবরে আরো জানানো হয়েছে, আল-আসিমা অঞ্চলে ১৮টি প্লটে নিয়ম লঙ্ঘনের অভিযোগে সতর্কবার্তা পাঠানো হয়েছে। ৭টি কোম্পানি অবৈধ কাঠামো স্বেচ্ছায় সরিয়ে নিয়েছে। পরিদর্শক দল নিয়ম মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করছে কুয়েতের বিভিন্ন গভর্নরেটে।

Logo