Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে চাকরি ছাড়াও ৬ ধরনের ভিসায় বসবাস সম্ভব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৮:৩৩

আমিরাতে চাকরি ছাড়াও ৬ ধরনের ভিসায় বসবাস সম্ভব

বিশ্বজুড়ে দক্ষ ও প্রতিভাবান মানুষকে আকৃষ্ট করতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সম্প্রসারিত করেছে তাদের ভিসানীতি। বর্তমানে দেশটিতে ৯.০৬ মিলিয়ন প্রবাসী বসবাস করছেন। কাজ ছাড়া দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ দিতে চালু হয়েছে ছয় ধরনের নন-ওয়ার্ক ভিসা, যা অবসর জীবন বা বিকল্প পেশাগত পথের জন্য নিরাপদ ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করে।

১. রিমোট ওয়ার্ক ভিসা বিদেশে অবস্থান করে নিয়োগকর্তার জন্য দূর থেকে কাজ করার অনুমতি দেয়। মেয়াদ ১ বছর। আবেদনকারীর মাসিক আয় কমপক্ষে ৩,৫০০ ডলার এবং চাকরির প্রমাণপত্র ও ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন।

২. রিটায়ারমেন্ট ভিসা ৫ বছরের জন্য প্রযোজ্য। বয়স ৫৫ বছরের বেশি হতে হবে এবং ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা অথবা ১ মিলিয়ন দিরহামের সম্পদ/সঞ্চয় অথবা মাসিক আয় ২০ হাজার দিরহাম থাকতে হবে।

৩. স্টুডেন্ট ভিসা উচ্চমাধ্যমিক বা বিশ্ববিদ্যালয়ে অসাধারণ ফলাফলের ভিত্তিতে দেওয়া হয়। সাধারণত ৫ বছরের জন্য, তবে বিশেষ প্রতিভা থাকলে ১০ বছর পর্যন্ত মেয়াদ পাওয়া যায়।

৪. জবসিকার ভিসা কোনো স্পন্সর ছাড়াই চাকরি খোঁজার সুযোগ দেয়। মেয়াদ ৬০, ৯০ বা ১২০ দিন। প্রার্থীকে উচ্চশিক্ষা, দক্ষতা ও আর্থিক যোগ্যতা পূরণ করতে হয়।

৫. গ্রিন ভিসা ৫ বছরের জন্য স্ব-স্পন্সরযোগ্য। উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাজীবী, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও শীর্ষ শিক্ষার্থীদের জন্য। সন্তান ও কন্যা স্পন্সর করা যায়। মেয়াদ শেষে ৬ মাসের গ্রেস পিরিয়ড রয়েছে।

৬. গোল্ডেন ভিসা ১০ বছরের জন্য। বিনিয়োগকারী, চিকিৎসক, মিডিয়া ও আইটি পেশাজীবী, বিজ্ঞানী, অসাধারণ শিক্ষার্থী ও করোনা হিরোদের জন্য। পরিবারসহ স্পন্সর করা সম্ভব।

সব ভিসা প্রয়োজন অনুযায়ী নবায়নযোগ্য, যা ইউএইতে কাজ ছাড়াও স্থায়ী বসবাসের নতুন দিগন্ত খুলে দিয়েছে।

তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ

Logo