Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২০ আগস্ট ২০২৫

তার চুরির ঘটনা ঘটছে বাহরাইন ও সৌদিতে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ২১:৪৭

তার চুরির ঘটনা ঘটছে বাহরাইন ও সৌদিতে

বাহরাইন

তার চুরির ঘটনা ঘটছে বাহরাইনে

বিদ্যুতের তার চুরির ঘটনায় ছয় প্রবাসীকে গ্রেফতার করেছে বাহরাইনের পুলিশ। মুহারাক গভর্নরেটে এই চুরির ঘটনা ঘটেছে। নিউজ অব বাহরাইনের খবরে এই এশিয়ানদের নাম-পরিচয় জানানো হয়নি। চুরি হওয়া তারের মূল্য ১০ হাজার বাহরাইনি দিনার বলে মনে করছে পুলিশ। এছাড়া পূর্ব হিদ এলাকায় পাওয়ার সাপ্লাই স্টেশন ভাঙচুরের অভিযোগ আনা হয়ে গ্রেফতারকৃত এশিয়ানদের বিরুদ্ধে। তার চুরির ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। বিচারের আওতায় আনা হবে তার চোরদের।  

সৌদি আরব

তার চুরির ঘটনায় বন্ধ হয়ে গেছে রিয়াদের স্কুল

সৌদি আরবের রাজধানী রিয়াদের স্কুল এবং সরকারি ও বেসরকারি স্থাপনা থেকে বৈদ্যুতিক তার চুরি করার অভিযোগে একদল প্রবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। সৌদি গেজেট এই খবর দিয়েছে। জানা গেছে, তারা চুরি হওয়া তার অবৈধভাবে গুদামজাতকরণ এবং সংরক্ষণ করেছিল। পরে তা খুচরা বাজারে বিক্রি করত। তার চুরির কারণে রিয়াদের ৫১টি স্কুলের শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। তার চুরির অভিযোগে আটক প্রবাসীরা কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি।  

কুয়েত

পাবলিক প্লেসে পশুপাখিকে খাবার দিলে জরিমানা

কুয়েতে পাবলিক প্লেসে পশুপাখিকে খাবার দিলে ৫০০ কুয়েতি দিনার পর্যন্ত জরিমানা হতে পারে। আরব টাইমস এই খবর দিয়েছে। দেশটির এনভায়রনমেন্ট পাবলিক অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, কুয়েতের পাবলিক প্লেসে পশুপাখিদের এঁটো খাবার দেওয়ার দৃশ্য তাদের নজরে এসেছে, যা সরাসরি দেশটির এনভায়রনমেন্ট প্রটেকশন আইনের লঙ্ঘন। সংস্থাটি বাসিন্দাদের অনুরোধ করেছে, বেঁচে যাওয়া খাবার ডাস্টবিনে ফেলতে হবে, তা পশুপাখিকে খাওয়ানো যাবে না।

Logo