
সৌদি আরবের রাজধানী রিয়াদে খাদ্য নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে ৮৪টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। রিয়াদ মেয়রালটি জানিয়েছে, নিরাপত্তা বাহিনী ও অন্যান্য সরকারি সংস্থার সহযোগিতায় পরিচালিত এই অভিযানে শহরের বিভিন্ন খাদ্য বিক্রয় কেন্দ্র, কসাইখানা, ক্যাফে, রাস্তার হকার এবং আবাসিক এলাকায় গড়ে ওঠা অস্থায়ী গুদামগুলোকে লক্ষ্য করা হয়।
বিশেষভাবে নজর দেওয়া হয় বাণিজ্যিকভাবে সক্রিয় ও ঘনবসতিপূর্ণ মানফুহা এলাকায়। অভিযানে ৫৩১টি সতর্কবার্তা জারি করা হয়, ১১টি স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৩১ হাজারের বেশি অনুপযুক্ত পণ্য জব্দ করা হয়। ধ্বংস করা হয় ৫ হাজার ৩০০ কেজি খাদ্যদ্রব্য এবং ২৫ কেজি তামাকজাত পণ্য। মোট ৪০০টিরও বেশি নিয়ম লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করা হয়েছে।
রিয়াদ মেয়রালটি জানিয়েছে, এই অভিযান শুরু হয় “মাদিনাতি” নামক মোবাইল অ্যাপে স্থানীয় বাসিন্দাদের করা অভিযোগের ভিত্তিতে। অ্যাপটি ব্যবহার করে নাগরিকরা খাদ্য নিরাপত্তা ও পণ্যের মান নিয়ে সন্দেহজনক কার্যকলাপের অভিযোগ করতে পারেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই অভিযান শুধু তাৎক্ষণিক ব্যবস্থা নয়, বরং শহরের বাজার ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি নজরদারি ও ভোক্তা সুরক্ষার অংশ। প্রতিদিন ও নির্ধারিত সময় পরপর পরিদর্শন চালু থাকবে, যা নতুন ডিজিটাল মনিটরিং সিস্টেম দ্বারা সমর্থিত হবে।
মেয়রালটি নাগরিকদের আরো সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে, যাতে তারা নিয়মিতভাবে অ্যাপের মাধ্যমে অভিযোগ জানিয়ে শহরের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করেন। জনসচেতনতা ও অংশগ্রহণকে “নগর পরিবেশ রক্ষায় মূল চালিকাশক্তি” হিসেবে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: গালফ নিউজ