
সংযুক্ত আরব আমিরাতে কর্মীরা এখন থেকে সরাসরি ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে বেতন গ্রহণ করতে পারবেন। ১৮ আগস্ট দেশটির দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর du ‘Salary in the Digital Wallet’ (SITW) ফিচার চালু করেছে, যার মাধ্যমে du Pay ডিজিটাল ওয়ালেটে সরাসরি বেতন জমা হবে।
এই মাল্টিলিংগুয়াল du Pay প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা বৈশ্বিক অর্থ স্থানান্তর, বিল পরিশোধ, টেলিকম রিচার্জ, ডেবিট কার্ড অর্ডার এবং কার্ড পেমেন্ট করতে পারবেন। নিবন্ধনের সময় ব্যবহারকারীরা একটি ইউনিক IBAN নম্বর পাবেন, যা দিয়ে বেতন সরাসরি ওয়ালেটে জমা হবে। du Pay অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক অর্থ ব্যবহারের সুযোগ থাকবে, পাশাপাশি একটি ফিজিক্যাল du Pay কার্ডও দেওয়া হবে।
du জানিয়েছে, মাসে ৫ হাজার দিরহামের কম আয় করা বাসিন্দাদের জন্য এই ফিচার বিশেষভাবে উপযোগী, যাদের অনেকেরই প্রচলিত ব্যাংকিং সেবায় প্রবেশাধিকার নেই। du Pay অ্যাকাউন্টে কোনো ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজন নেই, অর্থাৎ ব্যবহারকারীরা শূন্য ব্যালান্সেই অ্যাকাউন্ট খুলতে পারবেন।
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউএইতে ডিজিটাল ওয়ালেটের ব্যবহার দ্রুত বাড়ছে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ এশিয়ার অভিবাসীদের মধ্যে যারা নিজ দেশে অর্থ পাঠাতে এই প্রযুক্তি ব্যবহার করছেন। বর্তমানে জনপ্রিয় ডিজিটাল ওয়ালেটগুলোর মধ্যে রয়েছে Apple Pay, Samsung Pay এবং Google Pay।
Research and Markets-এর তথ্য অনুযায়ী, ইউএইতে প্রিপেইড কার্ড ও ডিজিটাল ওয়ালেট বাজার ২০২৫ সালে ১২.৭% বার্ষিক হারে বৃদ্ধি পেয়ে ৮.২৮ বিলিয়ন ডলারে পৌঁছাবে। ২০২৯ সালের মধ্যে এটি ১০.৭% বার্ষিক হারে বেড়ে ১২.৪৩ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং আর্থিক অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করবে। du-এর এই পদক্ষেপ ইউএইর ফিনটেক ইকোসিস্টেম ও ডিজিটাল পেমেন্ট অবকাঠামোকে আরো শক্তিশালী করবে।
তথ্যসূত্র: খালিজ টাইমস