মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৯ আগস্ট ২০২৫
ট্রাফিক আইন নিয়ে বাহরাইন রাজার নতুন কঠিন ডিক্রি জারি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ২৩:৫৩

বাহরাইন
ট্রাফিক আইন নিয়ে রাজার নতুন কঠিন ডিক্রি জারি
বাহরাইনে ট্রাফিক আইন নিয়ে কঠিন করে এক ডিক্রি জারি করেছেন দেশটির রাজা হামাদ বিন ঈসা আল খলিফা। দ্য ডেইলি ট্রিবিউনে এ খবর জানানো হয়েছে। নতুন ডিক্রিতে বলা হয়েছে, দেশটিতে দুর্ঘটনায় কেউ মারা গেলে ড্রাইভারকে সর্বোচ্চ ১০ বছরের জেল, সাথে ১০ হাজার দিনার জরিমানা গুনতে হবে।
দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি হলে তিন মাস থেকে ১ বছরের জেল, সাথে ১ থেকে ৩ হাজার দিনার পর্যন্ত জরিমানা।
কেউ রেড লাইট অমান্য করলে সর্বোচ্চ ৬ মাসের জেল, সাথে ২০০ থেকে ১ হাজার বাহরাইনি দিনার জরিমানা। আবাসিক এলাকায় গতি না কমালে ২০০ থেকে ৬০০ দিনার জরিমানার সাথে জেল হতে পারে।
স্পিডিং করলে ছয় মাসের জেল সাথে ১ হাজার দিনার জরিমানা হবে। গাড়ি নিয়ে রংবাজি, স্ট্যান্ড, উল্টোপথে গাড়ি চালানোকেও অফেন্স হিসেবে ধরা হবে এবং শাস্তি পেতে হবে।
কুয়েত
হোটেল ক্যাফেতে বিদেশিদের ঢলের আশা কুয়েতে
মধ্যপ্রাচ্যের দেশগুলোর বৈধ প্রবাসীদের অন-অ্যারাইভাল ভিসা ঘোষণার পর প্রাণচাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে কুয়েতের হোটেল আর ক্যাফেতে। আরব নিউজ এমন খবর দিয়েছে। কুয়েতের ব্যবসায়ীরা ধারণা করছেন, এবার বিদেশিদের আসার ঢেউ লাগবে কুয়েতের শহরে-নগরে। পর্যটন ও হোটেল ব্যবসায়ীরা মনে করছেন, এতে করে তাদের ব্যবসা-বাণিজ্যে প্রাণসঞ্চার হবে। এরই মধ্যে তারা হোটেল-মোটেল খাতে বিনিয়োগ করেছেন ১.২৫ বিলিয়ন ডলার। ব্যবসায়ীরা কুয়েত সরকারের ভিসা সহজীকরণের প্রশংসা করেছেন। তারা বলছেন, এখন কুয়েতে দুই বা তিন তারকা হোটেল সম্প্রসারণ করা উচিত। কেননা, কুয়েতে পর্যটকদের জন্য হোটেলের রুমের সংখ্যা মাত্র ১৫ হাজার, অন্যদিকে আমিরাতে সেই সংখ্যা দুই লাখ দুই হাজার।
সৌদি আরব
বিপুল মাদক জব্দ, চোরাকারবারি আটক
সৌদি আরবে বিপুল পরিমাণ মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, মাদক চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে মোট ১ হাজার ৭০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৯৯৫ জন ইথিওপীয় সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনকারী, ৬৯৫ জন ইয়েমেনি নাগরিক যারা সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন করেছিলেন, ৩ জন ইরিত্রিয়ান, সোমালি এবং সুদানি নাগরিক এবং ১৫ জন সৌদি নাগরিক রয়েছেন। তাবুক, জাজান, আসির এবং নাজরানের সীমান্তবর্তী অঞ্চলে পাচারকারীদের গ্রেপ্তার করা হয়েছে।