Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

প্রবাসীদের সুরক্ষায় কুয়েতে ভিসা সত্যায়ন ব্যবস্থা চালু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৮:৪৯

প্রবাসীদের সুরক্ষায় কুয়েতে ভিসা সত্যায়ন ব্যবস্থা চালু

কুয়েতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার সুরক্ষায় সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। সম্প্রতি চালু হয়েছে ‘ভিসা সত্যায়ন ব্যবস্থা’, যার মাধ্যমে নিয়োগকর্তা, আবাসন, কর্মপরিবেশ ও চুক্তিপত্র যাচাই করে তারপর ভিসা সত্যায়ন করা হচ্ছে। ফলে কুয়েতে প্রবেশের আগেই শ্রমিকরা পাচ্ছেন প্রতারণা থেকে সুরক্ষার নিশ্চয়তা।

দূতাবাসের প্রতিনিধি দল সরেজমিনে কোম্পানির অবস্থা যাচাই করে ভিসা সত্যায়ন করছে। এতে একজন শ্রমিক অন্তত দুই বছরের কর্মসংস্থানের নিশ্চয়তা পাচ্ছেন। প্রবাসীরা বলছেন, এটি একটি যুগান্তকারী ও প্রবাসীবান্ধব উদ্যোগ, যা তাদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করবে।

তবে অভিযোগ উঠেছে, এই উদ্যোগকে বানচাল করতে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু দালালচক্র। তারা সত্যায়নবিহীন ভিসাধারী শ্রমিকদের ঢাকা বিমানবন্দর দিয়ে পাচারের চেষ্টা চালাচ্ছে। এতে শ্রমিকরা বৈধভাবে কুয়েতে গিয়েও অবৈধ হয়ে পড়ার ঝুঁকিতে পড়ছেন।

প্রবাসীদের দাবি, ভিসা সত্যায়ন বাধ্যতামূলক করতে আইনি কাঠামো তৈরি হোক, যাতে বিমানবন্দরেই তা যাচাই করা যায়। সত্যায়িত ভিসা থাকলে শ্রমিকরা আকামা নিয়ে চিন্তামুক্ত থাকবেন এবং কোনো সমস্যা হলে দূতাবাস সরাসরি হস্তক্ষেপ করতে পারবে।

রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের নেতৃত্বে নেওয়া এ পদক্ষেপকে কুয়েতের বাংলাদেশি কমিউনিটি স্বাগত জানিয়েছে। তারা বলছেন, এটি শ্রমিকদের সুরক্ষা, জবাবদিহি এবং মর্যাদার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

তথ্যসূত্র: সময় অনলাইন

Logo