Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৮ আগস্ট ২০২৫

বাহরাইনে শ্রমিকদের সুরক্ষায় মালিকদের জরুরি নির্দেশনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ২০:০৮

বাহরাইনে শ্রমিকদের সুরক্ষায় মালিকদের জরুরি নির্দেশনা

বাহরাইন

শ্রমিকদের সুরক্ষায় মালিকদের জরুরি নির্দেশনা 

বাহরাইনে প্রচণ্ড গরমের এই সময়ে শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে মালিকদের জরুরি নির্দেশনা দিল দেশটির শ্রম মন্ত্রণালয়। সেই নির্দেশনায় মালিকদের বলা হয়েছে, তারা যেন শ্রমিকদের জন্য পর্যাপ্ত ছায়া, বিশুদ্ধ পানি, বিশ্রামের সুযোগ এবং জরুরি চিকিৎসা সহায়তা নিশ্চিত করেন। দ্য ডেইলি ট্রিবিউন এই খবর দিয়েছে।বাহরাইনের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, গ্রীষ্মকালীন তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নির্মাণ ও খোলা জায়গায় কাজ করা শ্রমিকদের জন্য ঝুঁকি বেড়েছে। এছাড়া দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা জায়গায় কাজ না করানোর নিয়ম কঠোরভাবে পালন করতে বলা হয়েছে। এই সময়টিকে ‘হিট স্ট্রোক রিস্ক জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শ্রম মন্ত্রণালয় আরো জানিয়েছে, যারা এই নির্দেশনা লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় পরিদর্শন শুরু হয়েছে এবং শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলে বাস্তব পরিস্থিতি যাচাই করা হচ্ছে। বাহরাইনের শ্রমনীতি অনুযায়ী, কর্মস্থলে শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা নিয়োগদাতার দায়িত্ব। বাহরাইনের শ্রম মন্ত্রণালয় শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছে, গরমের কারণে অসুস্থবোধ করলে নিরাপত্তার জন্য তারা যেন তাৎক্ষণিকভাবে সুপারভাইজারকে জানান। 

সংযুক্ত আরব আমিরাত

হোয়াটসঅ্যাপ জালিয়াতিতে সতর্কতা

আরব আমিরাতে নতুন এক ধরনের স্ক্যাম বা জালিয়াতির বিষয়ে বাসিন্দাদের সতর্ক করেছে দেশটির পুলিশ। এটাকে বলা হচ্ছে "হোয়াটসঅ্যাপ স্ক্রিন-শেয়ারিং জালিয়াতি”। গালফ নিউজের খবরে বলা হয়েছে, স্ক্যামাররা ব্যাংক বা বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে পরিচয় দিয়ে প্রথমে যোগাযোগ করে, তারপর তারা ভুক্তভোগীকে হোয়াটসঅ্যাপে স্ক্রিন-শেয়ারিং অ্যাপটি খুলতে বলে। ভুক্তভোগী সম্মত হলে প্রতারকরা পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যক্তিগত বার্তা এবং ওটিপি কোডগুলোতে অ্যাক্সেস পেয়ে যায়। এটি হলে অনুমোদন নেই এমন আর্থিক লেনদেন বা এমনকি অ্যাকাউন্টগুলোর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণের দরজা খুলে যায়। কখনো কখনো প্রতারকরা ব্যাংকিং এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পাসওয়ার্ডসহ টাইপ করা সবকিছু রেকর্ড করে নিতে পারে। সারা বিশ্বের এমন প্রতারণার ৪৪ হাজার ঘটনা রেকর্ড হয়েছে। ফলে কারো সাথে হোয়াটসঅ্যাপ স্ক্রিন শেয়ারিং না করার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। 

সৌদি আরব

হড়কাবানের সতর্কতা সৌদিতে

সৌদি আরবে ভারী বৃষ্টির কারণে হড়কাবানের বিষয়ে বিভিন্ন শহরের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। মক্কা অঞ্চলে শিলাবৃষ্টি ও বালুঝড়েরও পূর্বাভাস দেওয়া হয়েছে। এমন খবর দিয়েছে সৌদি গেজেট ও গালফ নিউজ। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র সতর্ক করে বলেছে, জাজান, আসির, আল বাহা, মক্কা, তাবুক ও মদিনা অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হবে। মক্কার উচ্চভূমিতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। এসব বৃষ্টির সময় আকস্মিক বন্যা ও হড়কাবানের মতো ঘটনা ঘটতে পারে। বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত ঝোড়ো আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকবে।



Logo