Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে কর্মস্থলে আহত শ্রমিককে ২ লাখ দিরহাম ক্ষতিপূরণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০৮:৩৭

আমিরাতে কর্মস্থলে আহত শ্রমিককে ২ লাখ দিরহাম ক্ষতিপূরণ

কর্মস্থলে দুর্ঘটনায় আংশিকভাবে দৃষ্টিশক্তি হারানো এক শ্রমিককে ২ লাখ দিরহাম ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আবুধাবির সিভিল ফ্যামিলি কোর্ট। আদালত কোম্পানিকে ক্ষতিপূরণের পাশাপাশি মামলার আইনি খরচ ও আদালত ফি বহনের নির্দেশও দিয়েছে।

দুর্ঘটনাটি ঘটে যখন শ্রমিকটি একটি যন্ত্র মেরামতের সময় কারিগরি ত্রুটির কারণে ব্রেক মেকানিজম হঠাৎ বিকল হয়ে তার বাঁ চোখে আঘাত করে। আদালতের নথি অনুযায়ী, এই আঘাতে তিনি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারান। ফরেনসিক মেডিকেল রিপোর্টে তার চোখের অবস্থা “ফগি, নেয়ার-ব্লাইন্ড” হিসেবে উল্লেখ করা হয়, যা তার শারীরিক ও মানসিকভাবে গভীর প্রভাব ফেলে।

শ্রমিকটি শুরুতে ৫ লাখ দিরহাম ক্ষতিপূরণ ও ৯ শতাংশ বার্ষিক সুদের দাবি করেন। আদালত কোম্পানির অবহেলা ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে রায় দেয়। ফলে আদালত ১.৫ লাখ দিরহাম শারীরিক ক্ষতির জন্য এবং ৫০ হাজার দিরহাম মানসিক ক্ষতির জন্য ক্ষতিপূরণ নির্ধারণ করে।

এর আগে আবুধাবি কর্তৃপক্ষ কোম্পানিকে অপরাধমূলক দায়ে ২৫ হাজার দিরহাম জরিমানা করে, যা আপিলে কমিয়ে ১০ হাজার দিরহাম করা হয়। তবে এই সিভিল মামলাটি আলাদাভাবে ক্ষতিপূরণ নির্ধারণের জন্য পরিচালিত হয়।

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo