Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে বিভিন্ন দেশের ১৪ নারী ভিক্ষুক আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০৮:৩৫

কুয়েতে বিভিন্ন দেশের ১৪ নারী ভিক্ষুক আটক

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে পরিচালিত নিরাপত্তা অভিযানে ১৪ জন নারী ভিক্ষুককে আটক করেছে। এই অভিযান পরিচালিত হয়েছে উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল-সাবাহর নির্দেশে এবং জাতীয়তা ও রেসিডেন্সি বিভাগের প্রধানের তত্ত্বাবধানে।

আটককৃতদের বিরুদ্ধে কুয়েতের পরিবার সংযুক্তি আইন (ধারা ২২) অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে, যা অনুযায়ী ভিসা লঙ্ঘনকারী এবং তার স্পন্সর উভয়কে বহিষ্কার করার বিধান রয়েছে। একই সঙ্গে সিভিল সার্ভিস আইনের ধারা ১৮ অনুযায়ী নিয়োগকর্তা, স্পন্সর এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে, যা জনশক্তি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যকর করা হয়।

আটক নারীদের মধ্যে রয়েছেন ভারত, বাংলাদেশ, জর্ডান, সিরিয়া, শ্রীলঙ্কা ও সৌদি আরবের নাগরিক। তাদের স্পন্সরদের মধ্যে রয়েছে বিভিন্ন কোম্পানি ও ব্যক্তিগত নিয়োগকর্তা। যেমন-

- আল-শুয়াইবা ইউনাইটেড ট্রেডিং কোম্পানি

- কুয়েত ক্লিনিং ট্রান্সপোর্ট কোম্পানি

- রোনাক স্টাইল বিউটি সেলুন

- টেকনিক্যাল সিকিউরিটি গ্রুপ

- সৌদি নাগরিক সাদিয়া দাহুই আব্দুল শামরি

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভিক্ষাবৃত্তি কুয়েতের সামাজিক শৃঙ্খলা ও আইনের পরিপন্থি। এটি শুধু অবৈধ নয়, বরং সমাজের জন্য অপমানজনক। তাই ভবিষ্যতেও এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই অভিযান কুয়েত সরকারের অভিবাসন ও শ্রমনীতি বাস্তবায়নের অংশ, যার মাধ্যমে তারা দেশকে নিরাপদ, সুশৃঙ্খল এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল রাখতে চায়।

তথ্যসূত্র: আরব টাইমস

Logo