Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৭ আগস্ট ২০২৫

‘মদকাণ্ডে’ কুয়েতে এক বাংলাদেশি গ্রেফতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ২২:০৪

‘মদকাণ্ডে’ কুয়েতে এক বাংলাদেশি গ্রেফতার

কুয়েত

‘মদকাণ্ডে’ কুয়েতে এক বাংলাদেশি গ্রেফতার

কুয়েতে বিষাক্ত মদ খেয়ে মারা যাওয়ার ঘটনায় করা মামলায় বাংলাদেশি, নেপালি, ভারতীয়সহ ৬৭ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। একই চলমান অভিযানে ১০টি অবৈধ মদ কারখানা বন্ধ করে দিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির পুলিশ জানিয়েছে, তারা নকল মদ সরবরাহের সাথে যুক্ত একটি চক্রের সব কার্যক্রম ভেস্তে দিয়েছে। বিষাক্ত মিথানল নিজের কাছে থাকার অভিযোগে এক নেপালিকে হাতেনাতে ধরেছে পুলিশ। বড়োসড়ো অভিযান চালিয়ে এসব বিষাক্ত মিথানলের কারবার, উৎপাদন ও বিপণনের সাথে জড়িত সন্দেহে বেশ কয়েকজন নেপালি ও ভারতীয়কে ধরেছে পুলিশ। এসব ঘটনার রিংলিডার হিসেবে দেলোরা প্রকাশ দাররাজি নামে এক বাংলাদেশিকেও গ্রেফতারের খবর দিয়েছে আরব নিউজ।   

সংযুক্ত আরব আমিরাত

প্রবাসী শ্রমিকদের আবাসন সংকট তীব্র হচ্ছে দুবাইয়ে 

দুবাইয়ে প্রবাসী শ্রমিকদের আবাসন সংকট তীব্র হচ্ছে। কারণ নগরীতে অবৈধ পার্টিশান ও সাবলেটিংয়ের বিরুদ্ধে কঠোর অভিযানের পর ফ্ল্যাট মালিকরা তাদের এসব বাসা আর ভাড়া দিতে চাচ্ছেন না। তার বদলে সেসব বাসা বা ফ্ল্যাটকে হোলিডে হোম বা সার্ভিসড অ্যাপার্টমেন্টে পরিবর্তন করেছেন মালিকরা। যার কারণে বাসা বা ফ্ল্যাট পাওয়া নিয়ে সংকটে পড়তে যাচ্ছেন প্রবাসীরা।সম্প্রতি আল রিগা, আল মুরাক্কাবাত, আল সাতওয়া ও আল রাফফা এলাকায় অবৈধ পার্টিশনের কারণে বাড়িওয়ালাদের হাজার হাজার দিরহাম ক্ষতি হয়েছে। এখন এসব বাসাবাড়ি রক্ষণাবেক্ষণ মালিকদের জন্য সহজ হয়ে গেছে। কিন্তু শ্রমিকদের বাসা নিতে হচ্ছে ৫০% বেশি খরচ দিয়ে। দুবাইয়ে একটি এক বেডরুমের ফ্ল্যাটের এখন গড় ভাড়া প্রায় ১ হাজার ১০০ দিরহাম, যা অধিকাংশ শ্রমিকের আয় দিয়ে সম্ভব নয়। আগে যেখানে ৬০০ বা ৭০০ দিরহামেই থাকতে পারতেন শ্রমজীবী মানুষেরা। 

Logo