
বাহরাইনে এক দম্পতিকে প্রতারণা ও পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে ৩ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এর সাথে নগদ দুই হাজার বাহরাইনি দিরহামও জরিমানা করেছে দেশটির আদালত। পাবলিক প্রসিকিউশন বিভাগ জানিয়েছে, অভিযুক্তরা সেলুনে কাজের নামে এক নারীকে পতিতাবৃত্তিতে বাধ্য করেছে বলে অভিযোগ প্রমাণিত হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেশে ফেরার খরচ বাবদ প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলায় বলা হয়, ভুক্তভোগী নারী অন্য একটি দেশের দরিদ্র পরিবারের। তার বয়স্ক, অসুস্থ মায়ের চিকিৎসার খরচ জোগাতেই সে বাহরাইনে কাজের সন্ধানে আসে। অভিযুক্ত নারী তাকে তার সেলুনে হেয়ার ড্রেসারের চাকরির প্রলোভন দেখিয়ে তাদের বাসায় নিয়ে আসে। তারপর তার পাসপোর্ট নিয়ে নেয়। এ সময় অভিযুক্ত নারীর স্বামী ভুক্তভোগীকে জানায় যে তাকে পতিতাবৃত্তিতে নিয়োজিত করা হবে।
স্থানীয় মানব পাচার বিষয়ক সংস্থার সহায়তায় ওই ভুক্তভোগী নারীকে উদ্ধার করে ও অভিযুক্ত দম্পতিকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে ভুক্তভোগী নারী কোন দেশের, তা জানায়নি তারা।
বাহরাইনের কর্তৃপক্ষ জানিয়েছে, ডিজিটাল প্রতারণা ও অপরাধ প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং সন্দেহজনক ফোন কল বা অনলাইন লেনদেন সম্পর্কে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।
তথ্যসূত্র: নিউজ অব বাহরাইন