Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরবে ভারী বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১০:০০

সৌদি আরবে ভারী বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা

সৌদি আরবে ভারী বৃষ্টিপাতের ফলে বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। দেশটির সিভিল ডিফেন্স বিভাগ জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকতে পারে। জনগণকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে, বিশেষ করে নিম্নাঞ্চল, পাহাড়ি উপত্যকা ও বন্যাপ্রবণ এলাকায় না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মক্কা অঞ্চলের অন্তর্ভুক্ত শহর ও জেলা মক্কা, তাইফ, মাইসান, আধাম, আল আরদিয়াত, আল লায়থ, আল কুনফুদাহ, আল জুমুম, আল কামিল, বাহরাহ, আল মুইয়াহ, তুরবাহ, আল খুরমাহ ও রানিয়ায় মাঝারি থেকে ভারী বর্ষণের মুখে পড়তে পারে। এসব এলাকায় শিলাবৃষ্টি, তীব্র বাতাস ও ধুলাবালি ঝড়ের সম্ভাবনাও রয়েছে।

এছাড়া জাজান, আসির, আল বাহা ও নাজরান অঞ্চলেও একই ধরনের দুর্যোগপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। রিয়াদ ও মদিনা অঞ্চলে তুলনামূলকভাবে হালকা বৃষ্টিপাত হলেও তা দীর্ঘস্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সৌদি আবহাওয়া বিভাগ ও সিভিল ডিফেন্স নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে, আবহাওয়ার সর্বশেষ তথ্য নিয়মিতভাবে সরকারি চ্যানেল ও অ্যাপস থেকে জানার জন্য এবং নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার জন্য। বিশেষ করে গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন, জলাবদ্ধ এলাকা এড়িয়ে চলা এবং জরুরি প্রয়োজনে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এই দুর্যোগপূর্ণ আবহাওয়া সৌদি আরবের জনজীবনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo