মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৬ আগস্ট ২০২৫
কুয়েতে প্রবাসী শ্রমিকদের জন্য বানানো হচ্ছে ১২টি কমপ্লেক্স

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ২০:৪১

কুয়েত
কুয়েতে শ্রমিকদের জন্য বানানো হচ্ছে ১২টি কমপ্লেক্স
প্রবাসী শ্রমিকদের জন্য ১২টি নতুন আবাসন কমপ্লেক্স বানানোর পরিকল্পনা নিয়েছে কুয়েত। এতে করে নতুন প্রবাসী কর্মীদের আবাসন সংকটের সুরাহা হবে। আরব নিউজ এই খবর দিয়েছে। দীর্ঘদিন ধরেই প্রবাসী শ্রমিক বিশেষত ব্যাচেলররা আবাসন সমস্যায় ভুগছিলেন। পরে স্থানীয় বাসিন্দাদের বসতির বাইরে এসব আবাসন কমপ্লেক্স বানানোর পরিকল্পনা নেওয়া হয়। রিপোর্টে বলা হয়েছে, জালিব আল শুয়ুখে অতিরিক্ত ভিড়ের কারণে নিরাপত্তা ও স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি হয়। ফলে আলাদা করে এমন শ্রমিক কমপ্লেক্স বানানোর চিন্তা মাথায় আসে কুয়েত সরকারের। নতুন আবাসন কমপ্লেক্সগুলো হবে পরিকল্পিত ও স্বাস্থ্যকর। সুবহান, আমঘারা, সাদাদিয়া ও আল রাকা শহরের ২০ হাজার শ্রমিক এসব কমপ্লেক্সে থাকতে পারবে। তবে মোট ১২টি কমপ্লেক্সে জায়গা হবে ২ লাখ ৭৫ হাজার শ্রমিকের। এর মধ্যে চারটি তৈরি হবে জাহরা গভর্নরেটে আর দুটি আহমাদিতে।
বাহরাইন
ই-সিগারেট বন্ধের চিন্তা বাহরাইনের
ই-সিগারেট বা ভিপ বিক্রি ও বিতরণ বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাহরাইন সরকার। দ্য ডেইলি ট্রিবিউনের খবরে বলা হয়েছে, ই-সিগারেট শিশু-কিশোরদের মাঝে ব্যবহারের ভয়ংকর প্রবণতা তৈরি হয়েছে। ই-সিগারেটের কারণে যে কারো লাঙ্গস ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। মানুষের স্বাস্থ্যগত ক্ষতির দিক বিবেচনা করেই সতর্কতায় এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। রিপোর্টে দেশটির এমপি জালাল কাজিম আল মাহফুজের বরাতে এই খবর দিয়েছে ট্রিবিউন। বাহরাইন সংসদের আসছে সেশনে ই-সিগারেট নিষিদ্ধের আইন তোলা হতে পারে।
সৌদি আরব
ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মক্কায়
সৌদি সিভিল ডিফেন্স দেশটির কিছু কিছু এলাকায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। ২০ আগস্ট বুধবার পর্যন্ত উপত্যকা, বন্যাপ্রবণ এলাকা কিংবা জলায় সাঁতার কাটা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি হবে, ধুলাবালির ঝড়ও হতে পারে। মক্কা শহর, তাইফ, মায়সান, আদহাম, আল-আরদিয়াত, আল-লাইথ, আল-কুনফুধা, আল-জুমুম, আল-কামিল, বাহরা, তুরবাহ, আল-খুরমাহ এবং রানায়াহ এলাকাগুলো ভারী বৃষ্টিতে আক্রান্ত হবে। জাজান, আসির, আল-বাহা এবং নাজরানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। অন্যদিকে রিয়াদ ও মদিনা অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।