মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৫ আগস্ট ২০২৫
কুয়েতে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ২৩

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ২২:০২

সৌদি আরব
পতিতাবৃত্তির দায়ে ১১ প্রবাসী গ্রেফতার
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর নাজরানে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে পতিতাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে ছয়জন পুরুষ এবং পাঁচ নারীসহ ১১ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। নাজরান পুলিশ সাধারণ সম্প্রদায় সুরক্ষা এবং মানব পাচার প্রতিরোধ বিভাগের সাথে সমন্বয় করে একটি নিরাপত্তা অভিযানের সময় এই গ্রেফতার করা হয়েছে। তবে এসব প্রবাসী কোন দেশের নাগরিক বা তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পর সন্দেহভাজনদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। সৌদি আরবে পতিতাবৃত্তি কঠোরভাবে নিষিদ্ধ এবং শরিয়াহ আইনে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়।
কুয়েত
কুয়েতে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ২৩
কুয়েতে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে পৌঁছেছে। খবর আরব নিউজের। মৃতদের সবাই এশিয়ান বলে জানানো হয়েছে। তবে তারা কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি। আহত হয়ে কমপক্ষে ১৬০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এসব আহতের ৪০ জন ভারতীয় বলে জানানো হয়েছে। কুয়েতের ভারতীয় দূতাবাস এক বিজ্ঞপ্তিতে তা জানিয়েছে। খবরে আরো জানানো হয়, মদগুলো ছিল বিষাক্ত মিথানল। ফলে আহতদের অন্ধ হয়ে যাওয়া, শ্বাসকষ্টসহ নানা শারীরিক জটিলতা দেখা দিয়েছে। এর মধ্যে এখনো ৩১ জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে, ৫১ জনকে কিডনি ডায়ালাইসিস করতে হচ্ছে। আর ২১ জন স্থায়ীভাবে অন্ধ হয়ে গেছেন।
সংযুক্ত আরব আমিরাত
আজমানে মূল সড়কে ই-স্কুটার চালানো নিষিদ্ধ
আরব আমিরাতের আজমানে মূল সড়কে ই-স্কুটার চালানো নিষিদ্ধ করা হয়েছে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, ই-স্কুটারের কারণে বাড়তে থাকা দুর্ঘটনা ও নিরাপত্তা উদ্বেগের মধ্যেই এই ঘোষণা এলো। আজমান পুলিশ আরো জানিয়েছে, সব পাবলিক রাস্তা এবং রাস্তায় বৈদ্যুতিক স্কুটার এবং দুই চাকার যানবাহন ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে পুলিশ লক্ষ্য করেছে, অসংখ্য ই-স্কুটার বাইকার ট্রাফিক আইন লঙ্ঘন করছেন। ক্লিপগুলোতে দেখা গেছে, ই-স্কুটার ব্যবহারকারীরা হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন। ট্রাফিকের মধ্য দিয়ে যাওয়া, উল্টো পথে যাওয়াসহ পথচারী ক্রসিংয়ের অপব্যবহার দেখা গেছে। এমন প্রবণতা চালক এবং পথচারী উভয়কেই বিপজ্জনক করে তুলছে।