Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৪ আগস্ট ২০২৫

বিষাক্ত মদ খেয়ে কুয়েতে ১৩ শ্রমিকের মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ২০:০৯

বিষাক্ত মদ খেয়ে কুয়েতে ১৩ শ্রমিকের মৃত্যু

কুয়েত 

বিষাক্ত মদ খেয়ে কুয়েতে ১৩ শ্রমিকের মৃত্যু

কুয়েতে বিষাক্ত মদ খেয়ে ১৩ বিদেশি শ্রমিক মারা গেছেন। অসুস্থ হয়ে আরো ৬৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। গালফ নিউজ তাদের প্রতিবেদনে এই খবর দিয়েছে। ধারণা করা হচ্ছে, বিষাক্ত মিথানল পানে শ্রমিকরা মারা গেছেন। মারা যাওয়া বিদেশি শ্রমিকরা কোন দেশের তা খবরে বলা হয়নি। বিষাক্ত মিথানল পানে আহত শ্রমিকদের ২১ জনের স্থায়ীভাবে অন্ধ বা চোখের গুরুতর সমস্যা দেখা দিয়েছে। ৫১ জনকে জরুরি সময় ডায়ালাইসিস করা হয়েছে। অনেককে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসও দিতে হয়েছে। বিষাক্ত এই মিথানলের উৎসের খোঁজ করছে কুয়েতের পুলিশ।   

সৌদি আরব

সৌদিতে ভারী বৃষ্টি

বুধবার সৌদি আরবের ছয়টি অঞ্চলে ভারী বৃষ্টিপাতে সব তলিয়ে গেছে। মক্কা অঞ্চলের আল-জামুম প্রদেশের আল-রাইয়ানে সর্বোচ্চ ৩২.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরপর আল-বাহা অঞ্চলে ২০.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়। ১২ আগস্ট সকাল থেকে ১৩ আগস্ট সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃষ্টির এই তথ্য রেকর্ড করা হয়েছে। এছাড়া মক্কা, আসির, তাবুক, হাইল, জাজান এবং আল-বাহা অঞ্চলে ০.৫ মিলিমিটার থেকে ৩২.৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশটির নানা অঞ্চলে ভারী বৃষ্টিপাতে শীতল হয়েছে সৌদির মরু প্রান্তর।  

সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে ইন্টারনেটের আওতায় শতভাগ বাসিন্দা

আরব আমিরাতে শতভাগ মানুষ ইন্টারনেট সংযোগের আওতায় এসেছে। শতভাগ মানুষ ইন্টারনেট ব্যবহারও করছে। খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, বাসিন্দাদের এমনও অনেকে আছেন, যারা দুটি ফোনের ইন্টারনেটের জন্য প্রতি মাসে ৭০০ দিরহাম, আনুমানিক বাংলাদেশি ২৩ হাজার টাকা খরচ করেন। দেশটিতে উচ্চগতির ইন্টারনেট সাবস্ক্রিপশন প্রতি ১০০ জন বাসিন্দার মধ্যে ৪১-এ উন্নীত হয়েছে, যা ২০২৩ সালে ৩৭ ছিল। ফলে দেশটির মানুষের ইন্টারনেটের প্রতি নির্ভরতা কেমন তার চিত্র পাওয়া যায়। একই সাথে দ্রুতগতির ইন্টারনেটের দামের বিষয়টি সম্পর্কেও ধারণা পাওয়া যায়।

Logo