Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে প্রবাসীদের জন্য ১-৩ বছরের রেসিডেন্সি কার্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৮:৫১

ওমানে প্রবাসীদের জন্য ১-৩ বছরের রেসিডেন্সি কার্ড

ওমান সরকার প্রবাসীদের জন্য আবাসন কার্ডে নতুন সুবিধা চালু করেছে। এখন থেকে প্রবাসীরা ১, ২ বা ৩ বছরের মেয়াদে আবাসন কার্ড নিতে পারবেন। এই সিদ্ধান্তের ফলে প্রায় ১৮ লাখ প্রবাসী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী, ১ বছরের আবাসন কার্ডের ফি ৫ ওমানি রিয়াল, ২ বছরের জন্য ১০ রিয়াল ও ৩ বছরের জন্য ১৫ রিয়াল ধার্য করা হয়েছে। যদি কার্ড হারিয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে পুনরায় ইস্যুর জন্য ২০ রিয়াল ফি দিতে হবে। এই পরিবর্তন জারি করেছেন ওমানের পুলিশ ও কাস্টমস বিভাগের ইন্সপেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মোহসিন আল শারাইকি।

এছাড়া ওমানি নাগরিকদের ব্যক্তিগত পরিচয়পত্রের মেয়াদও বাড়িয়ে ১০ বছর করা হয়েছে, যা আগে ছিল কম। এটি এখন ওমানি পাসপোর্টের মেয়াদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পরিচয় পত্র ইস্যু, নবায়ন বা পরিবর্তনের ফি ১০ রিয়ালই থাকবে।

নতুন নিয়ম অনুযায়ী, আবাসন বা আইডি কার্ডের মেয়াদ শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে তা নবায়ন করতে হবে। সময়মতো নবায়ন না করলে জরিমানা হতে পারে।

ওমান সরকার জানিয়েছে, এই পরিবর্তনগুলো প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে এবং প্রবাসীদের জন্য আরো নমনীয় ও সাশ্রয়ী ব্যবস্থা চালু করতে নেওয়া হয়েছে। এটি দেশটির নাগরিক ও প্রবাসীদের জন্য আন্তর্জাতিক মানের নাগরিক সেবা নিশ্চিত করার অংশ।

বর্তমানে ওমানে প্রায় ১.৮ মিলিয়ন প্রবাসী কর্মরত রয়েছেন, যাদের মধ্যে ১৪ লাখ ব্যক্তি বেসরকারি খাতে, ৪১ হাজার সরকারি খাতে, ৩.৪৯ লাখ গৃহস্থালি খাতে এবং ৬ হাজার ৮০০ জন পারিবারিক খাতে কাজ করছেন।

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo