মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৩ আগস্ট ২০২৫
বাহরাইনে ধেয়ে আসছে আরেকটি দাবদাহ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৮:৫৮

বাহরাইন
বাহরাইনে ধেয়ে আসছে দাবদাহ
বাহরাইনে ধেয়ে আসছে আরেকটি দাবদাহ। আসছে সপ্তাহে বাহরাইনে তীব্র তাপমাত্রা আর দাবদাহের জন্য বাসিন্দাদের প্রস্তুতি নিতে বলেছে দেশটির আবহাওয়া বিভাগ। দ্য ডেইলি ট্রিবিউনের খবরে এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে। ১৩ থেকে ১৭ আগস্টের সময়ে গড়ে ৪৪ থেকে ৪৫ ডিগ্রি তাপমাত্রায় পুড়বে বাহরাইনের মরুপ্রান্তর। হালকা বাতাস থাকলেও তা গরমে খুব একটা শান্তি বা স্বস্তি দেবে না। দুপুরের সময় বাসিন্দাদের ঘরের ভেতর বা ছায়ায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঘন ঘন পানি না খেলে শরীরে পানি শূন্যতা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
কুয়েত
প্রবাসীদের সুখবর দিয়েছে কুয়েত
কুয়েতে থাকা বৈধ প্রবাসীরা তাদের পরিবারের স্ত্রী-সন্তান-পরিজনদের কুয়েত নিতে পারবেন ভিজিট ভিসায়। এ জন্য কোনো বেতনের সীমার প্রয়োজন হবে না। অনলাইনে ৫ মিনিটের মধ্যে ভিসা জারি করা যাবে। কুয়েত টাইমস এই খবর দিয়েছে। এসব ভিজিট ভিসার মেয়াদ এক মাস করে রাখা হয়েছে। নতুন নিয়ম অনুসারে, বিবাহের মাধ্যমে চতুর্থ ডিগ্রি আত্মীয় এবং তৃতীয় ডিগ্রি আত্মীয়দের অন্তর্ভুক্ত করার জন্য পারিবারিক ভিসাও বাড়ানো হয়েছে। এছাড়া ভ্রমণকারীদের কুয়েতি বিমান সংস্থা, কুয়েত এয়ারওয়েজ অথবা আল জাজিরা এয়ারওয়েজ ব্যবহার করেই হবে এমন বাধ্যবাধকতাও বাতিল করা হয়েছে।
সৌদি আরব
হজে জালিয়াতিতে গ্রেফতার ৩০ সরকারি কর্তা
অনুমোদনবিহীন হজযাত্রীদের হজ পালনে সহায়তা করায় ৩০ সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, সৌদি তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ নাজাহা কর্তৃক শুরু হওয়া দুর্নীতির একটি মামলায় এই গ্রেপ্তার করা হয়েছে। কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় সৌদি নাগরিক এবং বাসিন্দাদের নিরাপত্তা চৌকি দিয়ে যাওয়ার অনুমতি ছাড়াই হজ পালনে সহায়তা করার জন্য এসব সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৬ জন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুজন এবং ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়, দাওয়াত ও নির্দেশনা এবং তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষের একজন করে কর্মচারী রয়েছেন।