Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনের অর্থনীতি ও বিনিয়োগে ব্যাপক উন্নয়ন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৯:৪১

বাহরাইনের অর্থনীতি ও বিনিয়োগে ব্যাপক উন্নয়ন

বাহরাইনের জাতীয় হিসাব প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে দেশটির মোট দেশজ উৎপাদন ২.৭% বৃদ্ধি পেয়েছে স্থায়ী মূল্যে এবং ৩% বর্তমান মূল্যে। এই প্রবৃদ্ধি মূলত তেল ও অ-তেল খাতের সমন্বিত উন্নয়নের ফল।

বাহরাইনের অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, অ-তেল খাত এখন দেশের প্রকৃত জিডিপির প্রায় ৮৪.৮%। এই বৈচিত্র্যপূর্ণ প্রবৃদ্ধি বাহরাইনের অর্থনীতিকে আরো স্থিতিশীল ও প্রতিযোগিতামূলক করে তুলছে। একই সময়ে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ ৩.৫% বেড়ে দাঁড়িয়েছে ১৭.১ বিলিয়ন দিরহামে, যা বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন।

বাহরাইনের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ২০২৪ সালের শুরু থেকে ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত ১৬টি নতুন আর্থিক প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়েছে। বর্তমানে আরো ৫২টি আবেদন পর্যালোচনার পর্যায়ে রয়েছে, যার ৭৫% আন্তর্জাতিক উৎস থেকে এসেছে। এই প্রতিষ্ঠানগুলো প্রাথমিকভাবে ৮৫০টি চাকরি সৃষ্টি করবে, যা ভবিষ্যতে আরো বাড়বে।

নতুন লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে দুটি হোলসেল ব্যাংক এবং আরো ব্যাংকিং আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। এই প্রবণতা বাহরাইনকে ডিজিটাল ফাইন্যান্সের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করছে।

২০২৫ সালের প্রথম প্রান্তিকে বাহরাইনের অর্থনৈতিক অগ্রগতি শুধু পরিসংখ্যান নয়, বরং একটি সুসংগঠিত অর্থনৈতিক রূপান্তরের প্রতিচ্ছবি। তেল ও অ-তেল খাতের ভারসাম্যপূর্ণ প্রবৃদ্ধি, বিনিয়োগে আস্থা এবং আর্থিক খাতে বিস্তার দেশটিকে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রতিশ্রুতিশীল অর্থনৈতিক গন্তব্যে পরিণত করছে।

তথ্যসূত্র: দ্য মিডল ইস্ট ইকোনমি

Logo