Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১২ আগস্ট ২০২৫

বাহরাইনে দোকানে দোকানে চলছে অভিযান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ২১:০০

বাহরাইনে দোকানে দোকানে চলছে অভিযান

বাহরাইন

দোকানে দোকানে চলছে অভিযান

বাহরাইনে দোকানে দোকানে ঘুরে অভিযান চালিয়েছে দেশটির লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি। ৩ থেকে ৯ আগস্ট পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে ১০৭৬টি দোকান পরিদর্শন করেছেন সংস্থার সদস্যরা। এ সময় তারা ১০ জন অনিয়মিত কর্মীর সন্ধান পান। সাথে লেবার ল’ ভঙ্গের দায়ে ১৩০ জনকে দেশটি থেকে বহিষ্কার করে। সে কর্মীরা কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি। খবরে আরো বলা হয়েছে, গোটা বাহরাইনে চলা এই অভিযানের লক্ষ্য শ্রম আইন ও বসবাসের আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এই অভিযান চলেছে রাজধানী মানামা, তিনটি মোহারেক, পাঁচটি উত্তরাঞ্চলীয় ও চারটি দক্ষিণাঞ্চলীয় এলাকায়। পুরো অভিযানটি সমন্বয় করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট ও আবাসনবিষয়ক টিম।

কুয়েত

প্রবাসী বাংলাদেশিদের এনআইডি কার্যক্রম

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডির কার্যক্রম আবারো পুরোদমে শুরু হয়েছে। বাংলাদেশ দূতাবাসের ফেসবুকে জানানো হয়েছে, যারা এখনো এনআইডি নেননি, তাদের অনলাইনে ফিঙ্গারপ্রিন্ট শেষ করার অনুরোধ করা হয়েছে। এনআইডি পেতে সংশ্লিষ্টদের জন্মনিবন্ধন ও পাসপোর্টের কপি প্রয়োজন হবে বলে জানিয়েছে দূতাবাস।

সংযুক্ত আরব আমিরাত

সপ্তাহান্তে দাবদাহ

গ্রীষ্মের তাপে পুড়ছে সংযুক্ত আরব আমিরাত। ১১ থেকে ১৭ আগস্টের এই সপ্তাহে গ্রীষ্মের তীব্র তাপ আর ধুলাময় আবহাওয়া চলবে। তীব্র বাতাসের কারণে তাপমাত্রা অনুভূত হবে ৪৭ ডিগ্রি পর্যন্ত। গালফ নিউজ এই খবর দিয়েছে। সপ্তাহ এগিয়ে যাওয়ার সাথে সাথে তাপের মাত্রা আরো তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় ঘরের বাইরে কাজ করা কঠিন হয়ে পড়তে পারে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা বিপজ্জনক উচ্চ তাপ এবং ধুলাময় আবহাওয়ার মধ্যে বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে। 


Logo