Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরবে শ্রমিকদের শেয়ারিং বাসার নতুন নিয়ম চালু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৯:৩৬

সৌদি আরবে শ্রমিকদের শেয়ারিং বাসার নতুন নিয়ম চালু

সৌদি আরবের পৌর ও আবাসন মন্ত্রণালয় যৌথ আবাসন ব্যবস্থায় নতুন স্বাস্থ্য, নিরাপত্তা ও কারিগরি নীতিমালা ঘোষণা করেছে। ভিশন ২০৩০-এর অংশ হিসেবে এই সংস্কার কর্মসূচি শ্রমিকদের আবাসন ব্যবস্থাকে আরো নিরাপদ, মানবিক ও সংগঠিত করতে নেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, যৌথ আবাসনকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে:

- আবাসিক ভবন

- বৃহৎ আবাসন কমপ্লেক্স

- মোবাইল ক্যাবিন (অস্থায়ী প্রকল্পের জন্য)

আবাসিক ভবনে সর্বোচ্চ ৫০০ জন থাকতে পারবেন এবং প্রতি কক্ষে সর্বোচ্চ ১০ জনের সীমা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি বাসিন্দার জন্য অন্তত ৪ বর্গমিটার জায়গা নিশ্চিত করতে হবে। এসব ভবনে সৌদি নাগরিককে ব্যবস্থাপক হিসেবে নিয়োগ বাধ্যতামূলক।

বৃহৎ আবাসন কমপ্লেক্সে ১০ হাজার জন পর্যন্ত বাসিন্দা থাকতে পারবেন। এখানে প্রতি ১ হাজার জনের জন্য জরুরি কক্ষ এবং প্রতি ৫ হাজার জনের জন্য মেডিকেল ক্লিনিক থাকতে হবে। মোবাইল ক্যাবিনগুলোতে থাকবে কেন্দ্রীয় রান্নাঘর, স্বাস্থ্য বিচ্ছিন্নতা কক্ষ, নামাজের জায়গা, লন্ড্রি, ক্লিনিক এবং জলবায়ু নিয়ন্ত্রণ ব্যবস্থা।

সব ধরনের আবাসন প্রকল্পে আগুন শনাক্তকরণ ব্যবস্থা, ফার্স্ট-এইড কিট, জরুরি নির্গমন পথ এবং প্রতিবন্ধীদের জন্য প্রবেশযোগ্যতা নিশ্চিত করতে হবে। নির্মাণের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন, স্বাস্থ্য পরিকল্পনা এবং নিরাপত্তা নীতিমালা জমা দিতে হবে।

নগর পরিকল্পনায় নির্ধারিত হয়েছে:

- প্লটের সর্বোচ্চ ৪০% পর্যন্ত নির্মাণ

- জ্বালানি স্টেশন, ইভি চার্জিং, রক্ষণাবেক্ষণ ও বিনোদন সুবিধা

- আধুনিক আলোকসজ্জা ও ছায়াযুক্ত পার্কিং

- প্রতি ১০০ জনের জন্য এক গাড়ি পার্কিং, অর্ধেক জনসংখ্যার জন্য বাস পার্কিং

নকশা মানদণ্ডে রয়েছে নিরাপদ সিঁড়ি, সঠিক জানালার উচ্চতা, ছাদের নিরাপত্তা, বৃষ্টির পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা। বাণিজ্যিক সড়কের পাশে আবাসিক ভবনের প্রাচীর নিষিদ্ধ এবং বারান্দায় এসি বা স্যাটেলাইট ডিশ স্থাপনেও নিষেধাজ্ঞা রয়েছে।

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo