বিশ্ব নিরাপত্তা সূচকে সেরা ১০ শহরে আমিরাতের চারটি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৯:৩৫

আন্তর্জাতিক নিরাপত্তা সূচকে সংযুক্ত আরব আমিরাত (UAE) আবারো বিশ্বকে চমকে দিয়েছে। নামবেওর সর্বশেষ জরিপে আবুধাবি টানা নবম বছরের মতো বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে। একই তালিকায় আজমান দ্বিতীয়, আর দুবাই, শারজাহ ও রাস আল খাইমাহও শীর্ষ দশে জায়গা করে নিয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ট্রাভেলব্যাগের এক সমীক্ষায় দেখা গেছে, রাতের বেলায় একা হাঁটার নিরাপত্তা সূচকে আবুধাবি পেয়েছে ১০০-এর মধ্যে ৮৭ স্কোর। শহরটির সুপরিকল্পিত অবকাঠামো, আলোকিত রাস্তা এবং অত্যন্ত কম অপরাধের হার একে বিশ্বের অন্যতম নিরাপদ নগরীতে পরিণত করেছে। শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের মতো স্থাপনার আশপাশে রাতেও নিশ্চিন্তে ঘোরাফেরা করা যায়।
আজমানের অবস্থান দ্বিতীয়, যেখানে নিরাপত্তা ব্যবস্থা ও সামাজিক স্থিতিশীলতা প্রশংসনীয়। দুবাই ও শারজাহও তাদের আধুনিক নগর পরিকল্পনা, পর্যটনবান্ধব পরিবেশ এবং কঠোর আইনশৃঙ্খলা ব্যবস্থার কারণে তালিকায় উঠে এসেছে।
জরিপে আরো দেখা গেছে, আমিরাতের ৯৩.৬% বাসিন্দা মনে করেন তারা রাতের বেলায় একা চলাচলে নিরাপদ। সুখী শহরের সূচকেও ইতিবাচক পরিবর্তন এসেছে, স্কোর বেড়ে হয়েছে ৭.৭৪, যা আগের ৭.৬৩ থেকে বেশি।
বিশ্লেষকরা বলছেন, এই সাফল্যের পেছনে রয়েছে আমিরাত সরকারের দীর্ঘমেয়াদি নিরাপত্তা কৌশল, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং নাগরিকদের নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি। এই অর্জন শুধু পর্যটন নয়, বিনিয়োগ ও অভিবাসনের ক্ষেত্রেও আমিরাতকে আরো আকর্ষণীয় করে তুলছে।
তথ্যসূত্র: গালফ টুডে