প্রচণ্ড তাপের পর অতিবৃষ্টি; আমিরাতে বিপর্যস্ত জীবনযাত্রা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৯:৩৩

জুলাই মাসে সংযুক্ত আরব আমিরাতে রেকর্ড পরিমাণ তাপমাত্রা ও অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। জাতীয় আবহাওয়া কেন্দ্র (NCM) জানিয়েছে, শুধু জুলাই মাসেই ৩৯টি ক্লাউড সিডিং মিশন পরিচালিত হয়েছে, যার ফলে একাধিক অঞ্চলে অঝোর বৃষ্টি হয়েছে।
এই মিশনগুলো মূলত আল আইন, ফুজাইরাহ, রাস আল খাইমাহ এবং হাট্টা অঞ্চলে পরিচালিত হয়। আবহাওয়াবিদরা জানান, ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়া তাপমাত্রা ঠান্ডা করতে এবং পানির ঘাটতি মোকাবিলায় এই কৃত্রিম বৃষ্টির উদ্যোগ নেওয়া হয়। তবে হঠাৎ বৃষ্টিতে সড়ক, পর্যটন কেন্দ্র এবং নির্মাণস্থলে ব্যাপক জলাবদ্ধতা দেখা দেয়।
আল আইন শহরে শুক্রবারের বৃষ্টিতে প্রবল বাতাস ও বজ্রসহ বৃষ্টির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, “তাপদাহের পর এই বৃষ্টি স্বস্তি দিলেও রাস্তায় পানি জমে যাওয়ায় চলাচলে সমস্যা হচ্ছে।”
এদিকে, আবহাওয়া বিভাগ সতর্ক করেছে যে আগামী সপ্তাহেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় লাল ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে উপকূলীয় ও অভ্যন্তরীণ অঞ্চলে কুয়াশা ও ধোঁয়ার আশঙ্কা রয়েছে।
NCM-এর এক কর্মকর্তা বলেন, “ক্লাউড সিডিং প্রযুক্তি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তবে এর প্রভাব ব্যবস্থাপনায় আরো প্রস্তুতি দরকার।”
পরিবেশবিদরা বলছেন, এই ধরনের কৃত্রিম বৃষ্টিপাত দীর্ঘমেয়াদে কৃষি ও পানি ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে, তবে নগর ব্যবস্থাপনায় তাৎক্ষণিক চ্যালেঞ্জও তৈরি করছে।
তথ্যসূত্র: খালিজ টাইমস