গত এক বছরে সৌদি প্রিমিয়াম রেসিডেন্সিতে ৪০ হাজারের বেশি আবেদন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১০:০৮

সৌদি আরবের প্রিমিয়াম রেসিডেন্সি কর্মসূচিতে ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ৪০ হাজার ১৬৩টি আবেদন জমা পড়েছে, যা বৈশ্বিক আগ্রহের এক নতুন রেকর্ড। এই কর্মসূচি সৌদি সরকারের ভিশন ২০৩০-এর অংশ, যার লক্ষ্য বিদেশি বিনিয়োগ ও দক্ষ জনশক্তি আকর্ষণ করা।
২০২৪ সালে একমাত্র বছরে ৮ হাজার ৭৪ জন আবেদনকারীকে রেসিডেন্সি অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি অনুমোদন পেয়েছে “এক্সেপশনাল কম্পিটেন্স” ক্যাটাগরির আবেদনকারীরা। এরপর রয়েছে ট্যালেন্ট, বিনিয়োগকারী, উদ্যোক্তা ও রিয়েল এস্টেট মালিকদের ট্র্যাক।
২০১৯ সালে চালু হওয়া এই কর্মসূচিকে সৌদি “গ্রিন কার্ড” হিসেবেও অভিহিত করা হয়। এটি বিদেশিদের জন্য এমন এক রেসিডেন্সি সুবিধা, যেখানে কোনো স্থানীয় স্পন্সরের (কফিল) প্রয়োজন হয় না। আবেদনকারীরা সৌদি আরবে বসবাস, কাজ, বিনিয়োগ এবং সম্পত্তি মালিকানা অর্জনের অধিকার পান।
২০২৪ সালে কর্মসূচিটি সম্প্রসারিত হয়ে সাতটি আলাদা ক্যাটাগরিতে রূপ নেয়:
- এক্সেপশনাল কম্পিটেন্স
- ট্যালেন্ট
- বিনিয়োগকারী
- উদ্যোক্তা
- রিয়েল এস্টেট মালিক
- স্বল্পমেয়াদি
- দীর্ঘমেয়াদি
এই রেসিডেন্সি প্রাপ্তরা সৌদি আরবের আধুনিক অবকাঠামো, আন্তর্জাতিক স্কুল, উন্নত স্বাস্থ্যসেবা এবং ভিসামুক্ত পুনঃপ্রবেশের সুবিধা পান। পরিবারসহ বসবাসের সুযোগও রয়েছে।
বিশ্বজুড়ে উচ্চ আয়ের পেশাজীবী ও বিনিয়োগকারীদের মধ্যে সৌদি প্রিমিয়াম রেসিডেন্সি কর্মসূচির জনপ্রিয়তা বাড়ছে। এটি শুধু অর্থনৈতিক বৈচিত্র্য নয়, বরং সৌদি আরবকে একটি বৈশ্বিক কর্ম ও বিনিয়োগ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সহায়তা করছে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া