
সৌদি আরব ভিশন ২০৩০-এর আওতায় বেকারত্ব কমিয়ে আনার লক্ষ্যে নতুন মাইলফলক অর্জন করেছে। দেশটির সরকার ২০২৫ সালে জাতীয় বেকারত্বের হার ৭% পর্যন্ত নামিয়ে আনায় পূর্ব নির্ধারিত ৭% লক্ষ্য ছয় বছর আগেই পূরণ হয়েছে। এর ফলে নতুন করে বেকারত্বের লক্ষ্যমাত্রা ৫% নির্ধারণ করা হয়েছে।
সৌদি আরবের মোট বেকারত্বের হার বর্তমানে ২.৮%, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন। এই সাফল্যের পেছনে রয়েছে দক্ষতা উন্নয়ন, বেসরকারি খাতে কর্মসংস্থান বৃদ্ধি এবং নারীদের অংশগ্রহণে ব্যাপক অগ্রগতি। নারীদের কর্মসংস্থান অংশগ্রহণ ২০% থেকে বেড়ে ৩৬% হয়েছে, যা গত পাঁচ বছরে দ্বিগুণ।
কর্মসংস্থান খাতে মূল পরিবর্তনসমূহ
- বেসরকারি খাতে সৌদি নাগরিকদের কর্মসংস্থান ১২% বৃদ্ধি পেয়েছে
- ২৫-৫৪ বছর বয়সী কর্মক্ষম জনগোষ্ঠীর মধ্যে কর্মসংস্থান বেড়ে হয়েছে ৬৫.৯%
- যুবকদের (১৫-২৪ বছর) মধ্যে বেকারত্ব কমে হয়েছে ১১.৬%, যদিও অংশগ্রহণ হার কিছুটা কমেছে
- নারীদের বেকারত্ব গত চার বছরে অর্ধেকে নেমে এসেছে
এই অগ্রগতি ভিশন ২০৩০-এর মূল লক্ষ্য টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও উচ্চমানের কর্মসংস্থান পূরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এবং সৌদি পরিসংখ্যান কর্তৃপক্ষ (GASTAT) এই উন্নয়নকে ইতিবাচক বলে স্বীকৃতি দিয়েছে।
ভিশন ২০৩০ শুধু অর্থনৈতিক বৈচিত্র্য নয়, বরং সামাজিক পরিবর্তনেরও প্রতীক। নারীদের অংশগ্রহণ, যুবকদের দক্ষতা উন্নয়ন এবং বেসরকারি খাতে প্রবেশ; সব মিলিয়ে সৌদি আরবের শ্রমবাজারে এক নতুন যুগের সূচনা হয়েছে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া