Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

প্রবাসীদের জন্য কুয়েতের নতুন অনএরাইভাল ভিসা চালু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১০:০৫

প্রবাসীদের জন্য কুয়েতের নতুন অনএরাইভাল ভিসা চালু

কুয়েত সরকার সম্প্রতি একটি নতুন ভিসা কর্মসূচি চালু করেছে। দেশটি উপসাগরীয় সহযোগিতা পরিষদের (GCC) সদস্য দেশ- সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন ও ওমানে বসবাসরত প্রবাসীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা দিচ্ছে। এই পদক্ষেপের লক্ষ্য হলো পার্শ্ববর্তী দেশগুলো থেকে পর্যটন ও অর্থনৈতিক সংযোগ বৃদ্ধি করা।

এই নতুন ভিসা ঘোষণা করেছেন কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসেফ আল সাবাহ। 

ভিসার শর্তাবলি ও প্রক্রিয়া

- আবেদনকারীর অবশ্যই সংশ্লিষ্ট জিসিসি দেশে বৈধ রেসিডেন্সি ভিসা থাকতে হবে

- সেই রেসিডেন্সি ভিসার মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে

- ভিসা কুয়েতের বিমানবন্দর ও সীমান্তে পৌঁছানোর পর সরাসরি প্রদান করা হবে

- আবেদনকারীরা পর্যটন উদ্দেশ্যে দেশটিতে প্রবেশ করতে পারবেন, তবে কর্মসংস্থান বা স্থায়ী বসবাসের সুযোগ থাকবে না

কুয়েত সরকার বলছে, এই উদ্যোগ জিসিসি অঞ্চলের মধ্যে ভ্রমণ ও পর্যটনকে সহজতর করবে এবং ব্যবসায়িক সম্পর্ককে আরো দৃঢ় করবে। এই ভিসা সুবিধা কুয়েতকে জিসিসি অঞ্চলের পর্যটন ও বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। একই সঙ্গে এটি প্রবাসীদের জন্য ভ্রমণকে আরো সহজ ও আকর্ষণীয় করে তুলবে।

তথ্যসূত্র: Arabian Business

Logo