Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১০ আগস্ট ২০২৫

জিসিসি প্রবাসীদের জন্য কুয়েতের অন অ্যারাইভাল ভিসা চালু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ২০:৪৯

জিসিসি প্রবাসীদের জন্য কুয়েতের অন অ্যারাইভাল ভিসা চালু

বাহরাইন

বাহরাইনে ট্রাফিক অভিযান জোরদার

বাহরাইনে ট্রাফিক রুলস ভঙ্গকারীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু হয়েছে। দ্য ট্রিবিউনের খবরে বলা হয়েছে, শুধু রাজধানী মানামা নয়, গোটা বাহরাইনেই ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। সে কারণে পথে পথে চিহ্নছাড়া পুলিশের গাড়ির টহল বাড়ানো হয়েছে। আইন লঙ্ঘন করলে জরিমানার পাশাপাশি জব্দ করা হচ্ছে গাড়িও। দেশটির ট্রাফিক অধিদপ্তর জানিয়েছে, অভিযানের মূল লক্ষ্য ট্রাফিক আইন মেনে চলতে ও সতর্ক হতে বাসিন্দাদের বাধ্য করা, দেশটিতে দুর্ঘটনার হার কমিয়ে এনে মানুষের জীবন রক্ষা করা।   

কুয়েত

জিসিসি প্রবাসীদের জন্য কুয়েতের অন অ্যারাইভাল ভিসা চালু

জিসিসিভুক্ত দেশে থাকা প্রবাসীরা ট্যুরিস্ট হিসেবে কুয়েতে যেতে পারবেন অন অ্যারাইভাল ভিসায়। কুয়েতের ইন্টেরিয়র মিনিস্ট্রি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। আরব টাইমস এই খবর দিয়ে আরো বলেছে, জিসিসিভুক্ত দেশ সৌদি আরব, আরব আমিরাত, ওমান, বাহরাইন, কাতারে থাকা প্রবাসীরা যে কোনো সীমান্ত দিয়ে অন অ্যারাইভাল ভিসা নিয়ে কুয়েতে ঢুকতে পারবেন। তবে ট্রাভেলারদের সে জন্য বৈধ ভিসা থাকতে হবে, ছয় মাসের মেয়াদ থাকা রেসিডেন্সি পারমিটও থাকতে হবে। ৬ আগস্ট থেকে এই সুযোগ কার্যকর হয়েছে। 

সৌদি আরব

সৌদি থেকে ১১ হাজার বহিষ্কার 

সৌদিতে আইন লঙ্ঘনের অপরাধে ১১ হাজার ৫৮ জনকে দেশটি থেকে বহিষ্কার করা হয়েছে। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, ৩১ জুলাই থেকে ৬ আগস্টের মধ্যে ২২ হাজার ৭২ জন অপরাধীকে আটক করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আটককৃতরা আবাসিক, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী। তাদের মধ্যে ৩৫% ইয়েমেন থেকে, ৬৪% ইথিওপিয়ান। আর বাকি ১ শতাংশ বিভিন্ন দেশের নাগরিক। তার মধ্যে বাংলাদেশি আছেন কিনা, তা খবরে জানানো হয়নি। সংবাদে আরো জানানো হয়েছে, সীমান্ত লঙ্ঘনকারীদের অবৈধ প্রবেশে সহায়তা, তাদের পরিবহন, আশ্রয় দেওয়া বা কোনো সহায়তা দিলে তাদের ১৫ বছর পর্যন্ত জেল, ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। 

Logo