Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরবে যোগাযোগ খাতে বড় পরিবর্তন, বাড়ছে চাকরির সুযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৯:৪৭

সৌদি আরবে যোগাযোগ খাতে বড় পরিবর্তন, বাড়ছে চাকরির সুযোগ

সৌদি আরবে যোগাযোগ ও প্রযুক্তি খাতে বড় ধরনের উন্নয়ন হচ্ছে। এর ফলে দেশটিতে নতুন নতুন চাকরির সুযোগ তৈরি হচ্ছে, বিশেষ করে তরুণ ও প্রযুক্তি-দক্ষ লোকজনের জন্য। সম্প্রতি সৌদি কমিউনিকেশন, স্পেস অ্যান্ড টেকনোলজি কমিশন (CST) জানিয়েছে, ২০২৪ সালে তারা প্রায় ৩.৮ বিলিয়ন রিয়াল আয় করেছে। আগের বছরের তুলনায় এই আয় ২৭ শতাংশ বেশি।

এই উন্নয়ন সৌদি সরকারের ভিশন ২০৩০ পরিকল্পনার অংশ। সরকার চায়, দেশটি শুধু তেলের ওপর নির্ভর না করে প্রযুক্তি, যোগাযোগ ও ডিজিটাল খাতে এগিয়ে যাক। এ জন্য ফাইভ-জি ইন্টারনেট, স্যাটেলাইট যোগাযোগ এবং ডিজিটাল অবকাঠামোতে বড় বিনিয়োগ করা হচ্ছে। এসব কাজে দক্ষ লোকজনের দরকার হচ্ছে, ফলে চাকরির বাজারে নতুন সুযোগ তৈরি হচ্ছে।

সরকার চাইছে, এসব চাকরিতে সৌদি নাগরিকরাই বেশি কাজ করুক। এ জন্য ‘নিতাকাত’ নামে একটি কর্মসূচি চালু আছে, যেখানে স্থানীয়দের নিয়োগে উৎসাহ দেওয়া হয়। আগে এসব খাতে বিদেশি কর্মী বেশি থাকলেও এখন সৌদি তরুণ-তরুণীদের নিয়োগ বাড়ছে। বিশেষ করে নারীদের অংশগ্রহণ অনেক বেড়েছে। ২০২৪ সালের শেষে নারীদের কাজের হার ৩৬ শতাংশ ছাড়িয়েছে, যা সরকারের লক্ষ্য থেকেও বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, যোগাযোগ খাতে এই অগ্রগতি শুধু চাকরি নয়, সমাজেও পরিবর্তন আনছে। তরুণরা এখন প্রযুক্তি নিয়ে কাজ করতে আগ্রহী হচ্ছে, নতুন কিছু শেখার সুযোগ পাচ্ছে। এতে ভবিষ্যতে সৌদি আরব একটি আধুনিক, জ্ঞানভিত্তিক দেশ হয়ে উঠবে।

সিএসটির আয় বাড়ায় সরকার আরো প্রযুক্তি প্রকল্পে টাকা খরচ করতে পারবে। এতে আরো চাকরি তৈরি হবে, আর দেশের অর্থনীতি আরো শক্তিশালী হবে।

এই খাতের উন্নয়ন সৌদি আরবকে তেলনির্ভরতা থেকে বের করে এনে একটি টেকসই ও আধুনিক ভবিষ্যতের দিকে এগিয়ে নিচ্ছে।

তথ্যসূত্র: আরব নিউজ

Logo