Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

দুবাইয়ে ২০২৫ সালের প্রথম ছয় মাসে ৩,৬০০ জনের ইসলাম গ্রহণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৯:৪৩

দুবাইয়ে ২০২৫ সালের প্রথম ছয় মাসে ৩,৬০০ জনের ইসলাম গ্রহণ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়কালে ৩ হাজার ৬০০ জনের বেশি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই তথ্য দিয়েছে মোহাম্মদ বিন রাশিদ ইসলামিক কালচার সেন্টার, যা ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের অধীনে পরিচালিত হয়।

এই সেন্টার শুধু ধর্মান্তর নয়, ইসলাম সম্পর্কে শিক্ষাদান ও সাংস্কৃতিক সংলাপের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রথম ছয় মাসে তারা ১ হাজার ৩০০ জন শিক্ষার্থীকে বিভিন্ন ইসলামিক শিক্ষা কার্যক্রমে ভর্তি করেছে। এছাড়া ৪৭টি জ্ঞান ও সচেতনতা বিষয়ক ক্লাস আয়োজন করা হয়েছে, যেখানে ১ হাজার ৪০০ জনের বেশি অংশগ্রহণ করেছেন।

একটি বিশেষ উদ্যোগ “সাসটেইনেবল নলেজ রুম” নামে পরিচিত, যেখানে প্রযুক্তিনির্ভর ইন্টারঅ্যাকটিভ শিক্ষার মাধ্যমে ইসলামিক মূল্যবোধ শেখানো হয়। এই রুমে ১৯০ জনের বেশি মানুষ উপকৃত হয়েছেন।

সেন্টারের পরিচালক জাসিম আল খাজরাজি বলেন, “আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে ইসলাম সম্পর্কে জ্ঞান, সহনশীলতা ও সংলাপের মাধ্যমে মানুষ একে অপরকে বুঝতে পারে। আমাদের লক্ষ্য শুধু ধর্মীয় শিক্ষা নয়, বরং সংস্কৃতির সেতুবন্ধন গড়ে তোলা”।

নতুন ধর্মান্তরিতদের জন্য সেন্টারটি নিয়মিত কোর্স, পরামর্শ এবং সামাজিক সহায়তা প্রদান করে থাকে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

Logo