Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৯ আগস্ট ২০২৫

১ অক্টোবর থেকে এমিরেটস ফ্লাইটে পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ২১:২৩

১ অক্টোবর থেকে এমিরেটস ফ্লাইটে পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ

সংযুক্ত আরব আমিরাত

১ অক্টোবর থেকে ফ্লাইটে পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ

এমিরেটস এয়ার ওয়েজ ১ অক্টোবর থেকে তাদের সব ফ্লাইটে পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে। খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, ফ্লাইটে পাওয়ার ব্যাংক চার্জের কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, পাওয়ার ব্যাংক গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে, যার মধ্যে বিষাক্ত ধোঁয়া বের হওয়ার আশঙ্কা, আগুন ধরে যাওয়া, এমনকি বড় বিস্ফোরণ ঘটানোর আশঙ্কা রয়েছে। খালিজ টাইমসের প্রতিবেদনে মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য তুলে ধরে বলা হয়েছে, বিশ্বব্যাপী বিমানে লিথিয়াম ব্যাটারি অতিরিক্ত গরম হওয়ার ঘটনা প্রতি দুই সপ্তাহে গড়ে তিনটি ঘটনা রেকর্ড হচ্ছে। এক বিবৃতিতে, এমিরেটস জানিয়েছে, নির্দিষ্ট শর্তসাপেক্ষে যাত্রীদের বিমানে একটি পাওয়ার ব্যাংক বহন করার অনুমতি দেওয়া হবে, তবে বিমানের কেবিনে থাকাকালে এটি ব্যবহার করা যাবে না। 

ওমান

ওমানে সড়ক দুর্ঘটনায় মৃতের হার উদ্বেগজনক

ওমানে ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জনের মৃত্যু হয়েছে। এমন মৃত্যুর ঘটনাকে উদ্বেগজনক বলছে দেশটির জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্র। গালফ নিউজের প্রতিবেদন বলছে, যান চলাচলের সময় দ্রুতগতির সাথে অবহেলা এসব মৃত্যুর প্রধান কারণ হিসেবে দায়ী করা হচ্ছে। রাজধানী মাসকাটে সর্বাধিক দুর্ঘটনার সংখ্যা ঘটেছে গত বছর। ৪৪৫টি দুর্ঘটনায় ৪২০ জন আহত আর ১০৭ জন মারা গেছেন। মাসকাট ছাড়াও দক্ষিণ শারকিয়ায়, উত্তর শারকিয়ায়, মুসান্দাম, দাখলিয়াতেও সড়ক দুর্ঘটনায় প্রাণহানির হার বেশি। ওমানে আছেন বাংলাদেশের সাত লাখ প্রবাসী। প্রবাসীরা মনে করেন, দুর্ঘটনায় মৃত্যুহার বেশি থাকার কারণে চলাচল ও গাড়ি চালানো সবারই সতর্ক থাকা, ট্রাফিক আইন মেনে চলা জরুরি। 

সৌদি আরব

চার লাখ মাদক বড়ি জব্দ করল সৌদি কাস্টমস

ভেড়ার পশমের মধ্যে লুকানো ৪ লাখ ৬ হাজার ক্যাপ্টাগন বড়ি জব্দ করেছে সৌদি কাস্টমস। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, হাদিথা সীমান্ত ক্রসিংয়ে জাকাত, কর ও শুল্ক কর্তৃপক্ষ দেশটিতে ৪ লাখ ৬ হাজার ৪০০ ক্যাপ্টাগন বড়ি পাচারের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। পশুজাত পণ্য হিসেবে চালানটি সৌদিতে ঢুকছিল। পরে নিরাপত্তা স্ক্রিনিং প্রযুক্তি এবং স্নিফার কুকুর ব্যবহার করে পরীক্ষা-নিরীক্ষার সময় এসব বড়ির সন্ধান পাওয়া যায়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

Logo