
মক্কার পবিত্র মসজিদে শুরু হয়েছে ৪৩তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বিশ্বের ১১৭টি দেশ থেকে অংশগ্রহণকারী হাফেজ ও ক্বারীরা অংশ নিচ্ছেন। প্রতিযোগিতাটি আয়োজন করেছে সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা কোরআনের হিফজ (মুখস্থ), তিলাওয়াত (পাঠ) এবং তাফসির (ব্যাখ্যা) বিষয়ে প্রতিযোগিতা করছেন। প্রতিযোগিতাটি চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত এবং এতে পাঁচটি ভিন্ন বিভাগ রয়েছে।
সৌদি ইসলামিক মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল-আশেইখ বলেন, “এই প্রতিযোগিতা শুধু কোরআন মুখস্থ করার নয়, বরং এর অর্থ ও বার্তা বোঝার জন্যও উৎসাহ দেয়। এটি মুসলিম যুবকদের মধ্যে কোরআনের প্রতি ভালোবাসা ও সংযমী চিন্তাধারাকে উৎসাহিত করে।”
প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের ১১৭টি দেশ। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মিসর, তুরস্ক, নাইজেরিয়া, মালয়েশিয়া, ভারত, মরক্কো, আলজেরিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, চীন, ব্রাজিল, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ।
এই প্রতিযোগিতা বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের মধ্যে কোরআনের প্রতি আগ্রহ বাড়াতে এবং ইসলামের শান্তিপূর্ণ বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তথ্যসূত্র: আরব নিউজ