মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৭ আগস্ট ২০২৫
দুবাইয়ে ভাড়া কমাচ্ছেন ফ্ল্যাট মালিকরা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৯:৫২

আরব আমিরাত
দুবাইয়ে ভাড়া কমাচ্ছেন ফ্ল্যাট মালিকরা
দুবাইয়ে বাসা ভাড়া ও সম্পত্তির মূল্য স্থিতিশীলতা বা কমার দিকে যাচ্ছে। বিশেষ করে স্টুডিও ও এক বেডরুম অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে এই পরিবর্তন স্পষ্ট হয়ে উঠেছে। গালফ নিউজ তাদের খবরে বলছে, গত দুই মাসে নগরীর মিড-মার্কেট এলাকাগুলোতে বাসা ভাড়া বাড়েনি, বরং কিছু ক্ষেত্রে তা কমেছে, যা প্রবাসী ভাড়াটিয়াদের জন্য স্বস্তির বার্তা। ধারণা করা হচ্ছে, দুবাই কর্তৃপক্ষ সাবলেটিং ও পার্টিশনিংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে, ফলে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা কমেছে। দ্বিতীয়ত, নতুন অ্যাপার্টমেন্ট তৈরি হওয়ায় বাজারে প্রতিযোগিতা বেড়েছে, ফলে মালিকরা ভাড়া কমাতে বাধ্য হচ্ছেন। তৃতীয়ত, ভবিষ্যতে আরো ৭০ হাজারের বেশি ইউনিট হস্তান্তরের পরিকল্পনা রয়েছে, যা বাজারে ভারসাম্য আনবে এবং ভাড়া নিয়ন্ত্রণে রাখবে। ২০২৫ সালের শেষ নাগাদ ভাড়া ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে যারা আগে বেশি ভাড়ার কারণে ভালো বাসায় থাকতে পারেননি, তাদের জন্য এটি হতে পারে নতুন সম্ভাবনা।
সৌদি আরব
নুসুক অ্যাপ চালাতে পারবেন ফ্রিতে
সৌদি আরবে মোবাইলে ইন্টারনেট ডাটা ব্যবহার না করেই নুসুক অ্যাপ চালাতে পারবেন ওমরাহ ও হজযাত্রীরা। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহযোগিতায় সৌদি টেলিকম অপারেটর STC, Mobily এবং Zain এই সুযোগ করে দিয়েছে। এতে করে ওমরাহ ও হজযাত্রীদের চলাচল ও তথ্যসেবা পাওয়া সহজ হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ড. ঘাসান আল-নুইমি বলেন, এই উদ্যোগটি দেশটির সিম কার্ড ব্যবহারকারী নাগরিক, বাসিন্দা ও দর্শনার্থীরা সক্রিয় ডাটা প্ল্যান বা ইন্টারনেট সংযোগ ছাড়াই সব নুসুক পরিষেবা নিতে পারবেন। সেবাগুলোর মধ্যে রয়েছে পারমিট প্রদান, হারামাইন হাই-স্পিড রেলওয়ের টিকিট বুকিং, নুসুক মানচিত্র দিয়ে নেভিগেট করা, এআইচালিত "নুসুক এআই" সহকারী ব্যবহার করা এবং অনুসন্ধান বা প্রতিবেদন জমা দেওয়া। এর ফলে হজ ও ওমরাহ করতে যাওয়া হাজিদের অর্থ যেমন সাশ্রয় হবে, তেমনি নানা কাজ করা সহজ হবে।