Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৭ আগস্ট ২০২৫

দুবাইয়ে ভাড়া কমাচ্ছেন ফ্ল্যাট মালিকরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৯:৫২

দুবাইয়ে ভাড়া কমাচ্ছেন ফ্ল্যাট মালিকরা

আরব আমিরাত

দুবাইয়ে ভাড়া কমাচ্ছেন ফ্ল্যাট মালিকরা 

দুবাইয়ে বাসা ভাড়া ও সম্পত্তির মূল্য স্থিতিশীলতা বা কমার দিকে যাচ্ছে। বিশেষ করে স্টুডিও ও এক বেডরুম অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে এই পরিবর্তন স্পষ্ট হয়ে উঠেছে। গালফ নিউজ তাদের খবরে বলছে, গত দুই মাসে নগরীর মিড-মার্কেট এলাকাগুলোতে বাসা ভাড়া বাড়েনি, বরং কিছু ক্ষেত্রে তা কমেছে, যা প্রবাসী ভাড়াটিয়াদের জন্য স্বস্তির বার্তা। ধারণা করা হচ্ছে, দুবাই কর্তৃপক্ষ সাবলেটিং ও পার্টিশনিংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে, ফলে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা কমেছে। দ্বিতীয়ত, নতুন অ্যাপার্টমেন্ট তৈরি হওয়ায় বাজারে প্রতিযোগিতা বেড়েছে, ফলে মালিকরা ভাড়া কমাতে বাধ্য হচ্ছেন। তৃতীয়ত, ভবিষ্যতে আরো ৭০ হাজারের বেশি ইউনিট হস্তান্তরের পরিকল্পনা রয়েছে, যা বাজারে ভারসাম্য আনবে এবং ভাড়া নিয়ন্ত্রণে রাখবে। ২০২৫ সালের শেষ নাগাদ ভাড়া ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে যারা আগে বেশি ভাড়ার কারণে ভালো বাসায় থাকতে পারেননি, তাদের জন্য এটি হতে পারে নতুন সম্ভাবনা। 

সৌদি আরব

নুসুক অ্যাপ চালাতে পারবেন ফ্রিতে

সৌদি আরবে মোবাইলে ইন্টারনেট ডাটা ব্যবহার না করেই নুসুক অ্যাপ চালাতে পারবেন ওমরাহ ও হজযাত্রীরা। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহযোগিতায় সৌদি টেলিকম অপারেটর STC, Mobily এবং Zain এই সুযোগ করে দিয়েছে। এতে করে ওমরাহ ও হজযাত্রীদের চলাচল ও তথ্যসেবা পাওয়া সহজ হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ড. ঘাসান আল-নুইমি বলেন, এই উদ্যোগটি দেশটির সিম কার্ড ব্যবহারকারী নাগরিক, বাসিন্দা ও দর্শনার্থীরা সক্রিয় ডাটা প্ল্যান বা ইন্টারনেট সংযোগ ছাড়াই সব নুসুক পরিষেবা নিতে পারবেন। সেবাগুলোর মধ্যে রয়েছে পারমিট প্রদান, হারামাইন হাই-স্পিড রেলওয়ের টিকিট বুকিং, নুসুক মানচিত্র দিয়ে নেভিগেট করা, এআইচালিত "নুসুক এআই" সহকারী ব্যবহার করা এবং অনুসন্ধান বা প্রতিবেদন জমা দেওয়া। এর ফলে হজ ও ওমরাহ করতে যাওয়া হাজিদের অর্থ যেমন সাশ্রয় হবে, তেমনি নানা কাজ করা সহজ হবে। 

বাহরাইন
বাহরাইনে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
বাহরাইনে আগামী ৭ সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। স্থানীয় সময় বিকেল থেকে রাহরাইনের যে কোনো জায়গা থেকে তা খালি চোখেই দেখা যাবে। বাহরাইনের দ্য ট্রিবিউনের খবরে জ্যোতির্বিদ মুহাম্মেদ রেধা আল আসফুরের বরাতে জানানো হয় এই চন্দ্রগ্রহণের চূড়ান্ত মুহূর্তটি হবে রাত ৯টা ১১ মিনিটে। যখন পৃথিবীর ছায়া পুরোপুরি চাঁদের ওপর পড়বে এবং চাঁদকে ঢেকে দেবে। আর রাত ১০টা ৪৭ মিনিটে পূর্ণগ্রাস শেষ হবে। এই মহাজাগতিক ঘটনায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি ব্লাড মুন নামেও পরিচিত হবে। কারণ এই সময় চাঁদ যখন পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে, তখন চাঁদের গায়ে লালচে আভা দেখা যাবে। জ্যোতির্বিদ বলছেন, চন্দ্রগ্রহণ হয় তখনই যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে আর পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। এতে চাঁদ পুরোপুরি অন্ধকার হয়ে যায়। বছরে ২ থেকে ৩ বার চন্দ্রগ্রহণ পৃথিবী থেকে দেখা যায়। ২০১৮ সালের পর আবার বাহরাইনের বাসিন্দারা দেখতে পাবেন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের মতো মহাজাগতিক ঘটনা।   

ওমান
ওমান ও আমিরাতের মধ্যে চালু হবে অত্যাধুনিক ট্রেন লাইন
ওমানে চালু হতে যাচ্ছে হাফিট রেল, যা ওমানকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, আল আইন ও সোহারকে সংযুক্ত করবে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, এই ট্রেন ওমান থেকে আমিরাতের ভ্রমণ দ্রুততর করবে। ২০০ কিলোমিটার গতিতে চলবে এই ট্রেন, যা হবে যাত্রীদের জন্য আরামদায়ক। যা নিজ গাড়িতে ড্রাইভ করে যাওয়ার চেয়ে ভালো যাত্রা হবে বলে বলা হচ্ছে। বিশেষত খারাপ আবহাওয়ার সময় এই ট্রেন রুট জনপ্রিয় হবে বলে আশা করা হচ্ছে। মরুভূমি থেকে সমভূমি, উপত্যকা এবং পর্বতমালা, যার মধ্যে রয়েছে আইকনিক জেবেল হাফিট অঞ্চল, বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের মধ্য দিয়ে মনোরম ভ্রমণ দেখা মিলবে এই ট্রেনে গেলে। এই প্রকল্পের মূল্য ধরা হয়েছে প্রায় ২.৫ বিলিয়ন ডলার। এই হাফিট রেলের মাধ্যমে কেবল যাত্রী পরিবহনই নয়, দুই দেশের মধ্যে পণ্য পরিবহনেও শৃঙ্খলা আসবে। এই রেল যাত্রীদের জন্য দ্রুত, সুবিধাজনক এবং মনোরম ভ্রমণের সুযোগ প্রদান করবে। প্রকল্পটি সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মধ্যে অর্থনৈতিক সম্পর্কও জোরদার করবে। 

Logo