সৌদি আরবে পর্যটকরা কেনাকাটা করলে ফেরত পাবেন ভ্যাটের অর্থ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১১:৫৪

সৌদি আরব সরকার ২০২৫ সালের আগস্টে পর্যটকদের জন্য একটি নতুন ভ্যাট ফেরত (VAT Refund) স্কিম চালু করেছে, যা দেশটির পর্যটন ও খুচরা বিক্রয় খাতকে আরো প্রাণবন্ত করে তুলবে বলে আশা করা হচ্ছে। এই স্কিমের আওতায় সৌদি আরবে ভ্রমণরত পর্যটক ও জিসিসি (Gulf Cooperation Council) দেশগুলোর নাগরিকরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ১৫ শতাংশ ভ্যাট ফেরত পেতে পারবেন।
এই সুবিধা গ্রহণের জন্য পর্যটকদের বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর এবং তাদের অবশ্যই সৌদি আরবে অস্থায়ীভাবে অবস্থান করতে হবে। ভ্যাট ফেরতের জন্য প্রতি দোকানে কমপক্ষে ৫০০ সৌদি রিয়াল মূল্যের ব্যক্তিগত ব্যবহারের পণ্য ক্রয় করতে হবে। তবে এই পণ্যগুলো ব্যবহৃত না হওয়া, ব্যক্তিগত ব্যবহারের উপযোগী এবং সৌদি আরব ত্যাগের ৯০ দিনের মধ্যে রপ্তানি করতে হবে।
যেসব পণ্য ও সেবার ক্ষেত্রে ভ্যাট ফেরত প্রযোজ্য নয়, তার মধ্যে রয়েছে হোটেল, খাবার, যানবাহন, তামাকজাত দ্রব্য, জ্বালানি এবং নৌযান। অর্থাৎ, শুধু নির্দিষ্ট ধরনের পণ্য ক্রয়ের ক্ষেত্রেই এই স্কিম কার্যকর হবে।
ভ্যাট ফেরত পাওয়ার জন্য ক্রয়ের সময় দোকানে পাসপোর্ট বা GCC ID দেখিয়ে ট্যাক্স-ফ্রি ফর্ম সংগ্রহ করতে হবে। একই দিনে একই দোকান থেকে তিনটি রসিদ একত্র করে ৫০০ রিয়ালের শর্ত পূরণ করা যাবে। রিয়াদ, জেদ্দা এবং দাম্মামের আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত ১৮টি কিয়স্কে এই ফর্ম যাচাই করে ফেরত গ্রহণ করা যাবে।
ফেরতের অর্থ নগদে (প্রতিদিন সর্বোচ্চ ৫ হাজার রিয়াল) অথবা পেমেন্ট কার্ডের মাধ্যমে গ্রহণ করা যাবে। তবে জেদ্দার নর্থ টার্মিনালে নগদ ফেরতের সুবিধা পাওয়া যাবে না।
এই উদ্যোগের মাধ্যমে সৌদি সরকার পর্যটকদের ব্যয় বৃদ্ধির পাশাপাশি তাদের অবস্থান দীর্ঘায়িত করতে এবং দেশকে একটি আন্তর্জাতিক শপিং গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। পর্যটকদের জন্য এটি নিঃসন্দেহে একটি আকর্ষণীয় সুযোগ, যা সৌদি ভ্রমণকে আরো সাশ্রয়ী ও উপভোগ্য করে তুলবে।
তথ্যসূত্র: গালফ নিউজ