Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৬ আগস্ট ২০২৫

কুয়েতে ফ্যামিলি ও ভিজিট ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৮:৫৭

কুয়েতে ফ্যামিলি ও ভিজিট ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে

সৌদি আরব

সৌদিতে প্রদেয় ভ্যাট ফেরত পাবেন পর্যটকরা

সৌদিতে কেনাকাটা করে দেশে ফেরার আগে প্রদেয় ভ্যাট ফেরত পাবেন পর্যটকরা। গালফ নিউজের খবরে বলা হয়েছে, যোগ্য পর্যটকদের নির্ধারিত ১৪শর বেশি আউটলেটে ৫০০ রিয়াল বা তার বেশি অর্থ খরচ করতে হবে। আর কেনাকাটার ৯০ দিনের মধ্যে সৌদি ছেড়ে গেলে ১৫% প্রদেয় ভ্যাট ফেরত পাবেন। সে ক্ষেত্রে ক্রেতার বা পর্যটকের বয়স হতে হবে ১৮ বছর। ক্রয়কৃত পণ্য ব্যক্তিগত ব্যবহার ও অব্যবহৃত হতে হবে। তবে এটি হোটেলে থাকা বা খাবার, যানবাহন, তামাক, জ্বালানি বা খাদ্য ও পানীয়ের মতো পণ্যের জন্য প্রযোজ্য হবে না। জিনিস কেনার সময় ক্রেতারা পাসপোর্ট বা জিসিসি আইডি দেখিয়ে করছাড়ের ফর্মের জন্য অনুরোধ করতে পারেন। পর্যটকরা একই দিনে একই দোকান থেকে সর্বাধিক তিনটি রসিদ একত্রিত করে ন্যূনতম পরিমাণ পূরণ করতে পারেন। প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য ভ্রমণকারীদের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের ১৮টি কিয়স্কের একটিতে তাদের ফর্ম যাচাই করতে হবে। এসব কিয়স্কগুলো রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১০টি পয়েন্ট, জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ৪টি পয়েন্টে ও দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ৪টি পয়েন্টে যাচাই করে ভ্যাট যাচাই করে ফেরত নিতে পারবেন। 


কুয়েত

ফ্যামিলি ও ভিজিট ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে

কুয়েতে ফ্যামিলি ও ভিজিট ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। আরব টাইমসের খবরে বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে পারিবারিক ভিজিট ভিসার প্রাথমিক মেয়াদ ৩ মাস, যা ৬ মাস কিংবা ১ বছরের জন্যও বাড়ানো যেতে পারে। একই সাথে ভিসানীতি শিথিলের ঘোষণা এসেছে কুয়েত সরকারের পক্ষ থেকে। কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ সংবাদমাধ্যমকে বলেন, কুয়েত ভিসা প্ল্যাটফর্মে বিদ্যমান জটিলতা ও নাগরিক-প্রবাসীদের অভিযোগ আমলে নিয়ে এ নতুন নির্দেশনা কার্যকর করা হয়েছে। আরব টাইমস বলছে, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির পূর্বশর্ত যা এতদিন ভিজিট ভিসার জন্য আবশ্যক ছিল, সেটিও বাতিল করা হয়েছে। পাশাপাশি আত্মীয়তার ক্ষেত্রে শিথিলতা এনে চতুর্থ ডিগ্রি পর্যন্ত আত্মীয়দের জন্য ভিসা পাওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। এতে অভিবাসীদের শুধু পরিবারই নয়, পরিজনদেরও কুয়েত ভ্রমণের পথ আগের থেকে অনেক সহজ হবে। নতুন ভিসা নীতিতে আরো একটি বড় পরিবর্তন এসেছে বিমানযাত্রার ক্ষেত্রে। এতদিন পারিবারিক ভিজিট ভিসাধারীদের কেবল কুয়েতি এয়ারলাইন্সেই যাতায়াত করতে হতো। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন মিডল ইস্ট এয়ারলাইন্সসহ অন্যান্য আন্তর্জাতিক বিমান সংস্থাও এই যাত্রীদের বহন করতে পারবে। এ সিদ্ধান্তের মাধ্যমে কুয়েত সরকার একদিকে যেমন দেশটিকে আরো পর্যটক ও বিনিয়োগবান্ধব হিসেবে গড়ে তুলতে চায়, অন্যদিকে প্রবাসীদের জন্যও খুলে দিচ্ছে স্বস্তির এক নতুন দুয়ার। সহজতর ও নমনীয় ভিসানীতির মাধ্যমে কুয়েত শুধু পরিবার ও ভিজিট ভিসা প্রবাসীদের সুযোগ বাড়ালেও কুয়েত প্রবাসীরা সতর্ক করেছেন, বাংলাদেশিরা যেন এই সুযোগের অপব্যবহার না করেন, সেদিকে খেয়াল রাখতে হবে।

Logo