বাহরাইনে কৃষি উৎপাদন দ্বিগুণ, পেছনে প্রবাসী শ্রমিকদের অবদান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৮:০৩

বাহরাইন গত এক দশকে কৃষি খাতে অভাবনীয় অগ্রগতি অর্জন করেছে। ২০১৫ সালে মোট কৃষি উৎপাদন ছিল ৩৭,৮০০ টন, যা ২০২৪ সালে বেড়ে দাঁড়িয়েছে ৫৮,৫৯৭.৫ টনে, যা ৫৫% প্রবৃদ্ধি। এর মধ্যে সবজির উৎপাদন দ্বিগুণ হয়ে ২৮,৬০০ টনে পৌঁছেছে, যা এখন অভ্যন্তরীণ কৃষি উৎপাদনের সবচেয়ে বড় অংশ। টাইমস অব ইন্ডিয়ার ৬ আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে এই তথ্য।
এই সাফল্যের পেছনে প্রবাসী শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাহরাইনের কৃষি খাতে কর্মরত ৯,১২০ জন শ্রমিকের মধ্যে প্রায় ৮০ শতাংশই প্রবাসী, যাদের অধিকাংশ বাংলাদেশ, ভারত ও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ থেকে আগত। তারা গ্রিনহাউস, হাইড্রোপনিক পদ্ধতি ও নিয়ন্ত্রিত পরিবেশে চাষাবাদে সরাসরি যুক্ত, যা উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা করেছে।
তবে এই শ্রমিকদের কর্মপরিবেশ এখনো চ্যালেঞ্জপূর্ণ। অনেক ক্ষেত্রেই তারা শ্রম আইনের মৌলিক সুবিধা থেকে বঞ্চিত; যেমন বার্ষিক ছুটি, বিশ্রামের সময় এবং ন্যায্য মজুরি। অধিকাংশ শ্রমিক তাদের অধিকার সম্পর্কে সচেতন নন বা প্রতিবাদ করলে নিষ্কাশনের ভয় তাদের চুপ করে থাকতে বাধ্য করে।
সরকার যদিও কিছু সংস্কার এনেছে, যেমন ফ্লেক্সি-ভিসা ও নিয়ন্ত্রিত নিয়োগ ব্যবস্থা; তবুও কাফালা পদ্ধতির কারণে শ্রমিকরা এখনো নিয়োগকর্তার উপর নির্ভরশীল, যা তাদের অধিকার রক্ষায় বড় বাধা।
এই প্রেক্ষাপটে বাহরাইনের কৃষি খাতে প্রবাসী শ্রমিকদের অবদান যেমন প্রশংসনীয়, তেমনি তাদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করাও জরুরি, যাতে এই অগ্রগতি টেকসই হয় এবং মানবিক দৃষ্টিকোণ থেকে ন্যায্যতা বজায় থাকে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া