Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে পারিবারিক ভিজিট ভিসার মেয়াদ বাড়ল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১১:০৮

কুয়েতে পারিবারিক ভিজিট ভিসার মেয়াদ বাড়ল

কুয়েত সরকার পারিবারিক ভিজিট ভিসার মেয়াদ তিন মাসে উন্নীত করেছে, যা আগে ছিল এক মাস। নতুন নিয়মে ভিসা ছয় মাস বা সর্বোচ্চ এক বছর পর্যন্ত বাড়ানো যাবে নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে। এই পদক্ষেপের মাধ্যমে দেশটি পর্যটন ও বাণিজ্যিক খাতে আন্তর্জাতিক অংশগ্রহণ বাড়াতে চায়।

স্বরাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল-সাবাহ জানিয়েছেন, এই পরিবর্তন ‘কুয়েত ভিসা’ প্ল্যাটফর্মের সংস্কার উদ্যোগের অংশ, যা নাগরিক ও প্রবাসীদের মন্তব্যের ভিত্তিতে বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, “আমরা কুয়েতকে একটি পর্যটন ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই।”

মূল পরিবর্তনগুলো:

- স্থানীয় বিমান সংস্থার বাধ্যবাধকতা বাতিল: এখন যে কোনো আন্তর্জাতিক এয়ারলাইন্স ব্যবহার করে কুয়েতে প্রবেশ করা যাবে।

- বিশ্ববিদ্যালয় ডিগ্রির শর্ত বাতিল: ভিজিট ভিসার জন্য আর উচ্চশিক্ষার প্রমাণ প্রয়োজন হবে না।

- আত্মীয়তার পরিধি বাড়ানো: এখন চতুর্থ স্তরের আত্মীয়রাও ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন।

- নিরাপত্তা সংক্রান্ত নিষেধাজ্ঞা থাকলে তাৎক্ষণিকভাবে জানানো হবে এবং আবেদনকারীকে নিজেই তা মোকাবিলা করতে হবে।

ভিসা ফি সংক্রান্ত বিষয়টি মন্ত্রিপরিষদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে, যাতে প্রক্রিয়াটি আরো সহজ ও স্বচ্ছ হয়। শেখ ফাহাদ বলেন, “আমরা সব মন্তব্যকে উন্মুক্ত মন নিয়ে গ্রহণ করছি, কারণ আমাদের লক্ষ্য কুয়েতকে নেতৃত্বের জায়গায় নিয়ে যাওয়া।”

এই সংস্কারগুলো কুয়েত ভিসা প্ল্যাটফর্মকে আঞ্চলিকভাবে একটি আদর্শ রেফারেন্সে পরিণত করার লক্ষ্যে নেওয়া হয়েছে, যা দেশটির ভিশন ২০৩৫-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তথ্যসূত্র: আরব টাইমস

Logo