Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৫ আগস্ট ২০২৫

বাহরাইনে গরমে সতর্কতা; দুবাইয়ে সাবলেট নিষিদ্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১২:১৫

বাহরাইনে গরমে সতর্কতা; দুবাইয়ে সাবলেট নিষিদ্ধ

বাহরাইন

বাহরাইনে গরমে সতর্কতা

গরমের তাণ্ডব চলছে বাহরাইনে। পুড়ছে মরুপ্রান্তর।তাপমাত্রা উঠেছে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে, কিন্তু আর্দ্রতার কারণে সেই তাপমাত্রা ৫০ ডিগ্রি পর্যন্ত অনুভূত হচ্ছে। দ্য ডেইলি ট্রিবিউনের খবরে বলা হয়েছে, বাতাসে আর্দ্রতা পৌঁছেছে ৯০ শতাংশে। আগস্ট মাসটি কেবল বাহরাইন নয়, পুরো উপসাগরীয় অঞ্চলে তীব্র তাপমাত্রা আর আর্দ্রতার সময়। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, তীব্র তাপ আর চরম আর্দ্র আবহাওয়া চলবে পুরো সপ্তাহজুড়ে। বাহরাইনের নাগরিক ও বাসিন্দাদের এই সময়টায় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত পানি খাওয়া, দিনে ঘরের বাইরে যাওয়ার প্রবণতা কমাতে বলা হয়েছে। দুপুরে সরাসরি সূর্যের আলোতে কাজ বা অন্য যে কোনো অ্যাক্টিভিটিজ একেবারে সীমিত করতে বলা হয়েছে। 


সংযুক্ত আরব আমিরাত

দুবাইয়ে সাবলেট নিষিদ্ধ, ভাড়াটিয়ারা চ্যালেঞ্জের মুখে

আরব আমিরাতের দুবাইয়ে সাবলেট বা পার্টিসান ভাড়ার বিরুদ্ধে অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। ফলে বাড়িওয়ালারা ব্যাচেলর ভাড়াটিয়াদের চেয়ে ছোট পরিবারকেই ফ্ল্যাট ভাড়া দিতে বেশি পছন্দ করছেন। খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, এ জন্য বাড়িওয়ালারা ফ্ল্যাটের পার্টিসান সরিয়ে ফেলছেন। এ জন্য প্রয়োজনে তারা ৪৫ হাজার দিরহাম পর্যন্ত খরচ করছেন। দুবাইয়ে একজন ভাড়াটিয়াকে বাড়িওয়ালা বা সম্পত্তির মালিকদের লিখিত সম্মতি ছাড়া সাবলেটের অনুমতি নেই। মালিকদের অনেকেই বলছেন, ফ্ল্যাট যে কখন সাবলেটে ভাড়া হয়েছে, কিংবা ফ্ল্যাটের ভেতর কখনো পার্টিসান উঠেছে, তা তারা জানতেন না। এখন বাড়িওয়ালারা ভাড়াটিয়াদের এমিরেটস আইডি, চাকরির প্রোফাইল এবং সম্ভাব্য ভাড়াটিয়াদের পূর্ববর্তী ইতিহাস পরীক্ষা করছেন। দুবাই পৌরসভার নেতৃত্বে সাবলেট বা পার্টিশানের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে জুনের শেষ সপ্তাহ থেকে। এই অভিযানগুলোর বেশির ভাগই আল রিগা, আল মুরাকাব্বাত, আল সাতওয়া ও আল রাফা এলাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকায়। আমিরাতের জনসংখ্যা প্রায় এক কোটি, যাদের মধ্যে ৮৭ লাখ প্রবাসী। বাংলাদেশের প্রায় ১০ লাখের বেশি কর্মীর অনেকের জন্য এই খবর দুশ্চিন্তার কারণ হতে পারে।


কুয়েত

এটিএম বুথে কার্ডলেস জালিয়াতিতে দুই এশিয়ান আটক

ব্যাংকের এটিএম বুথে কার্ডলেস পদ্ধতি কাজে লাগিয়ে কুয়েতের নাগরিক ও বাসিন্দাদের কাছে টাকা চুরির সাথে জড়িত একটি চক্রকে ধরেছে পুলিশ। কুয়েতি পুলিশ এভাবে টাকা চুরির পরিকল্পনাকে অত্যাধুনিক পরিকল্পনা বলে মনে করছে। কুয়েত টাইমসের খবরে বলা হয়েছে, চক্রটির সদস্যরা এশিয়ান। এশিয়ার একটি দেশ থেকে কাজটি পরিচালিত হচ্ছিল। তবে চক্রের সদস্যরা কোন দেশের এবং কোন দেশ থেকে পরিচালিত হচ্ছিল তা খবরে জানানো হয়নি। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫ হাজার দিরহাম অর্থ ও একাধিক সিম কার্ড, ব্যাংক কার্ড এবং মানি এক্সচেঞ্জ অফিস থেকে প্রাপ্ত রসিদও উদ্ধার করা হয়েছে। কুয়েতে আছে তিন লাখের বেশি বাংলাদেশি, দশ লাখের বেশি ভারতীয় আর এক লাখ পাকিস্তানি। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, খাইতান এলাকায় দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রতারণামূলক লেনদেনে ব্যবহৃত জিনিসপত্র জব্দ করা হয়েছে।  

সৌদি আরব

৬০ দিনের গ্রেস পিরিয়ড ঘোষণা করেছে সৌদি আরব

সব মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসাধারীর জন্য ৬০ দিনের গ্রেস পিরিয়ড ঘোষণা করেছে সৌদি আরব। গালফ নিউজের খবরে বলা হয়েছে, আবাসিক আইন লঙ্ঘনকারীদের জন্য এক্সিট প্রক্রিয়া সহজ করার জন্য দেশটির চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগটি মেয়াদোত্তীর্ণ সব ধরনের এবং নামের ভিজিট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। দেশটির পাসপোর্ট অধিদপ্তর ট্যুরিস্টদের অতিরিক্ত সময় থাকার জরিমানা প্রক্রিয়া সম্পন্ন করা এবং সৌদি ছেড়ে যাওয়ার আগে "সাদাদ" পেমেন্ট সিস্টেমে অফিসিয়াল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যে কোনো বকেয়া ফি বা জরিমানা দিতে বলা হয়েছে।

Logo