দুবাই ঘুরতে গেলে যে চারটি ইনডোর স্পট মিস করবেন না

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৯:০৯

মধ্যপ্রাচ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন নগরী দুবাইয়ের গ্রীষ্মকালীন তাপমাত্রা অনেক সময়ই বাইরে ঘোরাফেরাকে কঠিন করে তোলে। তবে শহরজুড়ে ছড়িয়ে থাকা চারটি ইনডোর আকর্ষণ এই গরমেও পর্যটকদের জন্য বাড়তি স্বস্তি ও বিনোদনের উৎস হয়ে উঠেছে। হ্যাশট্যাগ দুবাই ডেস্টিনেশন ক্যাম্পেইনের অংশ হিসেবে ব্র্যান্ড দুবাই কর্তৃক প্রকাশিত গাইডে এই স্পটগুলো বিশেষভাবে আলোচিত হয়েছে।
দ্য গ্রিন প্ল্যানেট: শহরের মাঝে রেইনফরেস্টের অনুভব
সিটি ওয়াকে অবস্থিত এই বায়োডোমে আছে ৩,০০০+ প্রজাতির গাছ, পাখি ও প্রাণী। ক্যানোপি থেকে ফ্লাডেড ফরেস্ট পর্যন্ত চারটি স্তরে সাজানো পরিবেশে দর্শকরা রেইনফরেস্টের অভিজ্ঞতা লাভ করেন। পরিবেশ ও টেকসই জীবনের গুরুত্ব তুলে ধরতে এটি একটি পারিবারিক শিক্ষামূলক স্থান।
দুবাই বাটারফ্লাই গার্ডেন: রঙিন পাখায় মোহিত হোন
দুবাই মিরাকল গার্ডেনের ভেতরে অবস্থিত এই ইনডোর গার্ডেনে রয়েছে ৫০টিরও বেশি প্রজাতির প্রায় ১৫ হাজার প্রজাপতি। ১০টি ক্লাইমেট-কন্ট্রোলড ডোমে ছড়িয়ে থাকা এই বাগান শিশু ও বড়দের জন্য দারুণ আকর্ষণীয়।
থিয়েটার অব ডিজিটাল আর্ট (TODA): ডিজিটাল শিল্পের জাদু
সুক মদিনাত জুমেইরাহতে স্থাপিত TODA-তে ক্লাসিক শিল্পকর্ম উপস্থাপন করা হয় ভিজ্যুয়াল প্রজেকশন ও সারাউন্ড সাউন্ডের মাধ্যমে। ‘ক্লিস্ট, ‘ভ্যান গঘ’, ‘মনেট’সহ নানা প্রদর্শনীর পাশাপাশি রয়েছে জ্যাজ নাইট ও শিশুদের জন্য ওয়ার্কশপ।
মাদাম তুসো দুবাই: তারকাদের পাশে আপনার সেলফি!
ব্লু ওয়াটার আইল্যান্ডে অবস্থিত এই ওয়াক্স জাদুঘরে রয়েছে ৬০+ তারকার প্রতিরূপ। যেমন শাহরুখ খান, ন্যান্সি আজরাম, হুদা কাত্তান। সাতটি থিম জোনে আপনি উঠতে পারবেন সরাসরি সেলিব্রিটির আবহে।
দুবাই ভ্রমণের সময় এই চারটি স্পট পরিবারের সব সদস্যের জন্য আনন্দদায়ক ও স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করবে। বিশেষত সেই সময় যখন রোদের উত্তাপে বাইরে বের হওয়াটা কঠিন।
তথ্যসূত্র: গালফ নিউজ