Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

দুবাই ঘুরতে গেলে যে চারটি ইনডোর স্পট মিস করবেন না

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৯:০৯

দুবাই ঘুরতে গেলে যে চারটি ইনডোর স্পট মিস করবেন না

মধ্যপ্রাচ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন নগরী দুবাইয়ের গ্রীষ্মকালীন তাপমাত্রা অনেক সময়ই বাইরে ঘোরাফেরাকে কঠিন করে তোলে। তবে শহরজুড়ে ছড়িয়ে থাকা চারটি ইনডোর আকর্ষণ এই গরমেও পর্যটকদের জন্য বাড়তি স্বস্তি ও বিনোদনের উৎস হয়ে উঠেছে। হ্যাশট্যাগ দুবাই ডেস্টিনেশন ক্যাম্পেইনের অংশ হিসেবে ব্র্যান্ড দুবাই কর্তৃক প্রকাশিত গাইডে এই স্পটগুলো বিশেষভাবে আলোচিত হয়েছে।

দ্য গ্রিন প্ল্যানেট: শহরের মাঝে রেইনফরেস্টের অনুভব

সিটি ওয়াকে অবস্থিত এই বায়োডোমে আছে ৩,০০০+ প্রজাতির গাছ, পাখি ও প্রাণী। ক্যানোপি থেকে ফ্লাডেড ফরেস্ট পর্যন্ত চারটি স্তরে সাজানো পরিবেশে দর্শকরা রেইনফরেস্টের অভিজ্ঞতা লাভ করেন। পরিবেশ ও টেকসই জীবনের গুরুত্ব তুলে ধরতে এটি একটি পারিবারিক শিক্ষামূলক স্থান।

দুবাই বাটারফ্লাই গার্ডেন: রঙিন পাখায় মোহিত হোন

দুবাই মিরাকল গার্ডেনের ভেতরে অবস্থিত এই ইনডোর গার্ডেনে রয়েছে ৫০টিরও বেশি প্রজাতির প্রায় ১৫ হাজার প্রজাপতি। ১০টি ক্লাইমেট-কন্ট্রোলড ডোমে ছড়িয়ে থাকা এই বাগান শিশু ও বড়দের জন্য দারুণ আকর্ষণীয়।

থিয়েটার অব ডিজিটাল আর্ট (TODA): ডিজিটাল শিল্পের জাদু

সুক মদিনাত জুমেইরাহতে স্থাপিত TODA-তে ক্লাসিক শিল্পকর্ম উপস্থাপন করা হয় ভিজ্যুয়াল প্রজেকশন ও সারাউন্ড সাউন্ডের মাধ্যমে। ‘ক্লিস্ট, ‘ভ্যান গঘ’, ‘মনেট’সহ নানা প্রদর্শনীর পাশাপাশি রয়েছে জ্যাজ নাইট ও শিশুদের জন্য ওয়ার্কশপ।

মাদাম তুসো দুবাই: তারকাদের পাশে আপনার সেলফি!

ব্লু ওয়াটার আইল্যান্ডে অবস্থিত এই ওয়াক্স জাদুঘরে রয়েছে ৬০+ তারকার প্রতিরূপ। যেমন শাহরুখ খান, ন্যান্সি আজরাম, হুদা কাত্তান। সাতটি থিম জোনে আপনি উঠতে পারবেন সরাসরি সেলিব্রিটির আবহে।

দুবাই ভ্রমণের সময় এই চারটি স্পট পরিবারের সব সদস্যের জন্য আনন্দদায়ক ও স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করবে। বিশেষত সেই সময় যখন রোদের উত্তাপে বাইরে বের হওয়াটা কঠিন।

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo