Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

দুবাইয়ে বাংলাদেশি দর্জি জিতলেন ৬৪ কোটি টাকা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৯:০৭

দুবাইয়ে বাংলাদেশি দর্জি জিতলেন ৬৪ কোটি টাকা

ভাগ্য বদলের গল্প যেন বাস্তবেই ঘটল। দুবাইয়ে বসবাসরত বাংলাদেশি দর্জি সবুজ মিয়া আমির হোসেন দেওয়ান প্রথমবারের মতো বিগ টিকিট কিনেই জিতে নিলেন ২০ মিলিয়ন দিরহাম বা প্রায় ৬৪ কোটি টাকা। গত ১৮ বছর ধরে তিনি দুবাইয়ে সেলাইয়ের কাজ করে পরিবারকে সহায়তা করে আসছিলেন।

সবুজ জানান, “বন্ধুদের মুখে বিগ টিকিটের কথা শুনে হঠাৎ করেই সিদ্ধান্ত নিই। আবুধাবিতে গিয়ে ইনস্টোর থেকে টিকিট কিনি।” এই জয় তার জীবনে এক বিশাল পরিবর্তন আনবে বলে তিনি বিশ্বাস করেন। “আমি একজন সাধারণ দর্জি, তাই এই খবর শুনে আবেগে ভেসে গিয়েছিলাম,” বলেন ৩৬ বছর বয়সী সবুজ।

তবে এই মাসে শুধু তিনিই নন, আরেক বাংলাদেশি প্রবাসী পারভেজ হোসেন আনোয়ার হোসেন জিতেছেন একটি রেঞ্জ রোভার ভেলার। ২০০৯ সাল থেকে শারজাহতে বসবাসরত পারভেজ গত চার বছর ধরে প্রতি মাসে আবুধাবি গিয়ে বিগ টিকিট কিনতেন। এরই ধারাবাহিকতা আজ ফল দিয়েছে বলে জানান তিনি।

তথ্যসূত্র: খালিজ টাইমস

Logo