আমিরাতের বিগ লটারির আগামী পর্বে ৫০ কোটি টাকা জেতার সুযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৯:০৬

আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য লাইভ ড্রতে একজন বিজয়ী পাবেন ১৫ মিলিয়ন দিরহাম বা প্রায় ৫০ কোটি টাকা। একই রাতে ছয়জন পাবেন ১ লাখ দিরহাম করে সান্ত্বনা পুরস্কার। ১ থেকে ২৫ আগস্টের মধ্যে যারা একসাথে দুই বা তার বেশি টিকিট কিনবেন, তাদের মধ্য থেকে চারজনকে লাইভ ড্রতে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হবে।
এছাড়া বিএমডব্লিউ এম ফোরফোরজিরো আই গাড়ির বিজয়ীর নাম ঘোষণা হবে ৩ সেপ্টেম্বর এবং রেঞ্জ রোভার ভেলার দেওয়া হবে ৩ অক্টোবর। টিকিট পাওয়া যাবে জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আল আইন বিমানবন্দরের কাউন্টারে অথবা অনলাইনে।
প্রতি মাসেই এই লটারির কার্যক্রম অনুষ্ঠিত হয়। চলতি মাসে এ লটারির প্রথম পুরস্কার জিতেছিলেন এক প্রবাসী বাংলাদেশি। গত মাসে জিতেছিলেন এক প্রবাসী ভারতীয়।
তথ্যসূত্র: খালিজ টাইমস