Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আগামী হজে মক্কা ও মদিনায় আবাসন সক্ষমতা বাড়ছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৯:০২

আগামী হজে মক্কা ও মদিনায় আবাসন সক্ষমতা বাড়ছে

আসন্ন হজ মৌসুম ১৪৪৭ হিজরি উপলক্ষে মক্কা ও মদিনায় হজযাত্রীদের জন্য আবাসন সুবিধা বাড়াতে নতুন একটি ই-সেবা চালু করেছে সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়। এই সেবার মাধ্যমে লাইসেন্সপ্রাপ্ত হোটেল ও হোস্টেল অপারেটররা নির্ধারিত নিয়ম ও শর্ত অনুযায়ী বিছানার সংখ্যা বৃদ্ধির জন্য আবেদন করতে পারবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগ ডিজিটাল সেবা উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণের অংশ হিসেবে নেওয়া হয়েছে, যাতে হজযাত্রীদের জন্য সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করা যায়। এটি হজের আগাম প্রস্তুতির অংশ এবং আবাসন খাতে দক্ষতা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে নেওয়া হয়েছে।

নতুন এই ই-সেবা ব্যবহার করে অপারেটররা পর্যটন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে থাকা ‘Tourism Activities Licensing Portal’-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। এতে হজযাত্রীদের জন্য আরামদায়ক, নিরাপদ ও সুশৃঙ্খল আবাসন ব্যবস্থা নিশ্চিত করা যাবে বলে আশা করা হচ্ছে।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে তারা আবাসন খাতের প্রস্তুতি ও কার্যকারিতা বাড়াতে চায়, যাতে হজযাত্রীরা আধ্যাত্মিক সফর নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারেন।

এই উদ্যোগ সৌদি সরকারের হজ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সেবার মান উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টার অংশ, যা ভবিষ্যতে আরো বিস্তৃত ডিজিটাল সেবার মাধ্যমে হজযাত্রীদের অভিজ্ঞতা উন্নত করবে বলে ধারণা করা হচ্ছে।

তথ্যসূত্র: সৌদি গেজেট

Logo