Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরবে এক সপ্তাহে ২২ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৯:০১

সৌদি আরবে এক সপ্তাহে ২২ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানে দেশজুড়ে ২২ হাজার ১৪৭ জন অবৈধ বাসস্থান, শ্রম ও সীমান্ত লঙ্ঘনকারীকে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে:

- ১৩,৮৩৫ জন বাসস্থান আইন লঙ্ঘন করেছেন

- ৪,৭৭২ জন সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন করেছেন

- ৩,৫৪০ জন শ্রম আইন ভঙ্গ করেছেন

এছাড়া ১ হাজার ৮১৬ জন সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় আটক হন, যাদের মধ্যে ৬২% ইথিওপিয়ান, ৩৬% ইয়েমেনি এবং ২% অন্যান্য দেশের নাগরিক। ৩৪ জন সৌদি আরব থেকে অবৈধভাবে বেরিয়ে যাওয়ার চেষ্টা করার সময় ধরা পড়েন।

অভিযানে আরো ২০ জনকে আটক করা হয়েছে, যারা অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থান দিয়ে সহায়তা করেছেন।

বর্তমানে ২১ হাজার ১৪৩ জন (১৮,৩২৬ পুরুষ ও ২,৮১৭ নারী) আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। এর মধ্যে:

- ১৩,৫৬৯ জনকে নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে ভ্রমণ নথি সংগ্রহের জন্য

- ৩,৫৬৬ জনের ভ্রমণ বুকিং চলছে

- ১০,৮২০ জনকে ইতোমধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, অবৈধ অভিবাসীদের প্রবেশ, পরিবহন বা আশ্রয় দেওয়ার অপরাধে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা, যানবাহন ও বাসস্থান জব্দ এবং জনসমক্ষে অপরাধীর নাম প্রকাশ করা হতে পারে। এই অপরাধকে গুরুতর ও অসম্মানজনক অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।

জনসাধারণকে অনুরোধ করা হয়েছে, মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ ও ৯৯৬ নম্বরে কল করে যে কোনো লঙ্ঘনের তথ্য জানাতে।

তথ্যসূত্র: সৌদি গেজেট

Logo