Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

দুবাইয়ে সাবলেট নিষিদ্ধ: বাড়বে প্রবাসীদের আবাসন সংকট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৮:৫৩

দুবাইয়ে সাবলেট নিষিদ্ধ: বাড়বে প্রবাসীদের আবাসন সংকট

শহরের নিরাপত্তা ও অবকাঠামোগত মান উন্নয়নের লক্ষ্যে দুবাই মিউনিসিপ্যালিটি অবৈধ পার্টিশন ও সাবলেটিংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। তবে এই উদ্যোগের ফলে অভিবাসী কর্মীদের জন্য সাশ্রয়ী আবাসন সংকট আরো প্রকট হয়ে উঠেছে।

দুবাইয়ের আল রিগা, আল সাতওয়া, আল রাফফাসহ ঘনবসতিপূর্ণ এলাকায় বহু ফ্ল্যাটে প্লাইউড, ড্রাইওয়াল ও পর্দা দিয়ে তৈরি পার্টিশন ব্যবহার করে ১০-২০ জন পর্যন্ত কর্মী একসঙ্গে বসবাস করতেন। এই ধরনের আবাসন ব্যবস্থা ছিল কম খরচে থাকার একমাত্র উপায় বহু নিম্ন আয়ের অভিবাসীর জন্য।

নিরাপত্তা উদ্বেগ ও অগ্নিকাণ্ডের ঝুঁকি বিবেচনায় এই পার্টিশন নিষিদ্ধ করা হয়েছে। তবে এর ফলে হেশাম নামের একজন মিসরীয় বিক্রয়কর্মীর মতো বহু অভিবাসী এখন বাসস্থান হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন। তিনি একটি ক্লোজেট আকৃতির ঘরে ২৭০ ডলার মাসিক ভাড়ায় থাকতেন, যা এখন অবৈধ ঘোষণা করা হয়েছে।

দুবাইয়ের জনসংখ্যা ও রিয়েল এস্টেট বাজার দ্রুত বাড়ছে, যা মূলত ধনী বিদেশি পেশাজীবীদের জন্য উপযোগী। কিন্তু নিম্ন আয়ের অভিবাসীদের জন্য আইনসম্মত ও সাশ্রয়ী আবাসন ক্রমেই দুষ্প্রাপ্য হয়ে উঠছে।

আবাসন ব্যয় বৃদ্ধি ও বিকল্পের অভাব অভিবাসীদের মধ্যে মানসিক চাপ ও অনিশ্চয়তা সৃষ্টি করছে। লন্ডন স্কুল অব ইকোনমিকসের গবেষক স্টেফেন হার্টগ বলেন, “এই পদক্ষেপ অনেক অভিবাসীর জন্য জীবনযাত্রার সংকট তৈরি করবে, যাদের অবস্থান আগে থেকেই অনিশ্চিত”।

ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ, শ্রমিক ইউনিয়ন নেই এবং ন্যূনতম মজুরি নিশ্চয়তা নেই- এসব বাস্তবতায় অভিবাসী কর্মীরা এখন বাসস্থান হারালে কোথায় যাবেন, তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন।

তথ্যসূত্র: খালিজ টাইমস

Logo