Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৪ আগস্ট ২০২৫

দুবাইয়ে বাংলাদেশি দর্জি লটারিতে জিতেছেন ৬৪ কোটি টাকা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৬:১১

দুবাইয়ে বাংলাদেশি দর্জি লটারিতে জিতেছেন ৬৪ কোটি টাকা

সংযুক্ত আরব আমিরাত

দুবাইয়ে বাংলাদেশি দর্জি লটারিতে জিতেছেন ৬৪ কোটি টাকা 

দুবাইয়ে থাকা এক বাংলাদেশি দর্জি লটারিতে ২০ মিলিয়ন দিরহাম জিতেছেন, যা আনুমানিক ৬৪ কোটি টাকা। খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, তার নাম সবুজ মিয়া আমির হোসেন দেওয়ান। তিনি ১৮ বছর ধরে দুবাইয়ে থাকছেন। আর এটিই ছিল তার প্রথম কোনো লটারির টিকিট কেনা। ভাগ্য সুপ্রসন্ন হয়ে যা হয়, সবুজ মিয়ার ব্যাপারে তাই হয়েছে। সাধারণ দর্জিগিরি করে তিনি সংসার চালাতেন। সে জন্য তাকে অক্লান্ত পরিশ্রম করতে হতো। এমন খুশির খবর জেনে সবুজ মিয়া বলেন, তিনি দুবাইয়ে বিগ টিকিট লটারির খবর জানতেন। কিন্তু আগে কখনো কেনেননি। কিন্তু সবার কাছ থেকে এসব শুনে একাই একটা টিকিট কেনেন। তিনি আরো বলেন, সামান্য বেতনে কাজ করা মানুষ তিনি। এত টাকা জেতার খবরে তার ভেতরে কী তোলপাড় চলছে, তা তিনি বোঝাতে পারবেন না। তবে তিনি মনে করছেন, এটা তার পরিবারের ভবিষৎ পরিকল্পনা সব বদলে দেবে। আগের সপ্তাহেও ৪২ বছর বয়সী বাংলাদেশি ব্যবসায়ী পারভেজ হোসেন লটারিতে একটি নতুন রেঞ্জ রোভার জিতেছেন।

সৌদি আরব

হাজিদের সুবিধায় সৌদির নতুন উদ্যোগ 

হজের সময় আবাসন ক্ষমতা বৃদ্ধির জন্য ই-সেবা চালু করেছে সৌদি পর্যটন মন্ত্রণালয়। এতে সুবিধা পাবেন হজ করতে যাওয়া হাজিরা। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, মক্কা ও মদিনায় লাইসেন্সপ্রাপ্ত হোটেল-মোটেল অপারেটররা প্রয়োজনে চাহিদার পরিপ্রেক্ষিতে তাদের সিট সংখ্যা বাড়াতে পারবেন। মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগটি ডিজিটাল পরিষেবা বিকাশ এবং পদ্ধতিগুলোকে সহজতর করা ও হজযাত্রীদের সর্বোচ্চ মানের পরিষেবা প্রদানের জন্য হসপিটালিটি খাতে সেবা বৃদ্ধির চেষ্টার অংশ। সৌদির এই সংক্রান্ত মন্ত্রণালয় জানিয়েছে, তাদের লক্ষ্য হলো হজযাত্রীদের আরাম নিশ্চিত করা। তাদের আধ্যাত্মিক স্বাচ্ছন্দ্য ও মানসিক শান্তির জন্য সংশ্লিষ্ট সেবাদানকারীদের ডিজিটাল ক্ষমতাগুলো কাজে লাগানো।

বাহরাইন

মদ বিক্রি করে আটক পাঁচ এশিয়ান

বাহরাইনে মদ বিক্রির অভিযোগে পাঁচ প্রবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। দ্য ডেইলি ট্রিবিউনের খবরে এই পাঁচ প্রবাসীর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তবে বলা হয়েছে এই পাঁচজন এশিয়ান। এশিয়ান হলেও তারা কোন দেশের নাগরিক, তাও জানানো হয়নি। রিপোর্টে বলা হয়েছে, দেশটির গোয়েন্দা সংস্থা, পাবলিক মোরালিটি পুলিশসহ আরো কয়েকটি সংস্থা মদ বিক্রির বিষয়ে দুটি আলাদা অভিযোগ পায়। তারপর শুরু হয় গোপন অভিযান। তাতেই গ্রেফতার করা হয় পাঁচজনকে। তাদের কাছে থাকা বিপুল পরিমাণ মদও জব্দ করা হয়েছে।

Logo