Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মদিনাকে স্বাস্থ্যকর শহরের স্বীকৃতি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৮:১২

মদিনাকে স্বাস্থ্যকর শহরের স্বীকৃতি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইসলামের দ্বিতীয় পবিত্রতম শহর মদিনাকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। শহরটি ৮০টি মানদণ্ড পূরণ করে এই সম্মান অর্জন করেছে, যার মধ্যে রয়েছে পার্ক, হাঁটার জায়গা, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও স্কুলের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রচার।

৩১ জুলাই এক অনুষ্ঠানে সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেলের কাছ থেকে মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান এই স্বীকৃতি সনদ গ্রহণ করেন। যুবরাজ সালমান বলেন, “এই স্বীকৃতি সৌদি নেতৃত্বের নিষ্ঠার প্রতিফলন, যা নগরজীবনে জনগণের মান উন্নয়নে কাজ করছে।” তিনি মদিনার রূপান্তরকে ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে একটি আন্তর্জাতিক উন্নয়ন মডেল হিসেবে তুলে ধরেন।

এর আগে জেদ্দা এই স্বীকৃতি পেয়েছিল, আর এবার মদিনা মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম স্বাস্থ্যকর শহর হিসেবে অবস্থান সুদৃঢ় করেছে। ডব্লিউএইচও ইতোমধ্যে সৌদি আরবের আরো ১৪টি শহরকে ‘স্বাস্থ্যকর’ স্বীকৃতি দিয়েছে, যার মধ্যে রয়েছে তায়েফ, তাবুক, আদ-দিরিয়া, উনাইজা, জালাজেল, আল-মান্দাক, আল-জুমুম, রিয়াদ আল-খুবরা এবং শরুরাহ।

তথ্যসূত্র: যমুনা টিভি

Logo