Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৩ আগস্ট ২০২৫

প্রতিদিন দুই লাখ সাইবার আক্রমণ হচ্ছে আমিরাতে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ২১:০২

প্রতিদিন দুই লাখ সাইবার আক্রমণ হচ্ছে আমিরাতে

সংযুক্ত আরব আমিরাত

প্রতিদিন দুই লাখ সাইবার আক্রমণ হচ্ছে

সংযুক্ত আরব আমিরাতে প্রতিদিন দুই লাখ সাইবার আক্রমণ হচ্ছে। এমন খবর জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। এ নিয়ে দেশটির সাইবার সিকিউরিটি কাউন্সিল যাচাই না করা অ্যাপের বিরুদ্ধে সতর্কতা জারি করেছে। আমিরাতের এই সংস্থাটি বলছে, যাচাই না করা এসব অনানুষ্ঠানিক অ্যাপ্লিকেশন ব্যবহারকারীদের ডিজিটাল গোপনীয়তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করে। ফলে মোবাইল ডিভাইসে নজরদারি, ডেটা চুরি বা ব্যক্তিগত ফাইলে অননুমোদিত অ্যাক্সেস হতে পারে, যার মধ্যে ছবি এবং কথোপকথনও অন্তর্ভুক্ত। বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, সন্দেহজনক লিঙ্কগুলো থেকে বিরত থাকতে হবে; বিশেষত "ব্রেকিং নিউজ’ লিঙ্কে এখনই ক্লিক করুন অথবা "এই এক্সক্লুসিভ ভিডিওটি দেখুন" এসবের ক্লিক করলে ডিভাইসেরর ঝুঁকি বাড়তে পারে। অত্যন্ত প্রয়োজন না হলে নিজের অবস্থান, ক্যামেরা এবং মাইক্রোফোন অ্যাক্সেস সীমাবদ্ধ করতে হবে। প্রয়োজনীয় না হলে অ্যাপগুলোকে কন্টাক্ট লিস্টের অ্যাক্সেস দেওয়া এড়িয়ে চলতে হবে। মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসী কর্মী যারা ডিজিটাল ও সাইবার মাধ্যমে তেমন অভিজ্ঞ নয়, তাদেরও এ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। 

সৌদি আরব

১ লাখ ২২ হাজার টনেরও বেশি আঙ্গুর উৎপাদিত হয়েছে সৌদিতে

সৌদি আরবে এ বছর গ্রীষ্ম মৌসুমে ১ লাখ ২২ হাজার টনেরও বেশি উচ্চমানের স্থানীয় আঙ্গুর উৎপাদন হয়েছে। এই আগস্টে সৌদি বাজারে স্থানীয়ভাবে উৎপাদিত গ্রীষ্মকালীন ফলের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, দেশটির আঙ্গুরের মান বিদেশ থেকে আমদানি করা আঙ্গুরের চেয়ে বেশ ভালো। পুষ্টিগুণ এমনকি স্বাদের দিক থেকে অনন্য। সৌদির আঙ্গুর বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আঙ্গুরের বৈচিত্র্য জুস, আইসক্রিম ও মিষ্টান্নের মতো বিভিন্ন শিল্পে এর ব্যবহারকে সমর্থন করে। একই সাথে খাদ্য নিরাপত্তা এবং জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতেও অবদান রাখে। দেশটির তাবুক, কাসিম, হাইল, আল-জউফ, মদিনা, আসির, তাইফ; এসব অঞ্চলে উৎপাদিত হচ্ছে উন্নত জাতের এই আঙ্গুর। পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের মতে, পর্যাপ্ত সরকারি সহায়তা, উন্নত কৃষি কৌশল গ্রহণ এবং ভালো কৃষি পদ্ধতির কারণে আঙ্গুর চাষ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে সৌদি আরবে।

Logo